Shah Rukh Khan: এয়ারপোর্ট থেকে ছাতায় মুখ লুকিয়ে কেন বেরোলেন শাহরুখ খান ? ভিডিও নিয়ে তোলপাড় নেট দুনিয়া

আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকে আর প্রকাশ্যে দেখা মেলেনি শাহরুখ খানের। জন্মদিনেও আসেননি মন্নতের ব্যালকনিতে।

Shah Rukh Khan: এয়ারপোর্ট থেকে ছাতায় মুখ লুকিয়ে কেন বেরোলেন শাহরুখ খান ? ভিডিও নিয়ে তোলপাড় নেট দুনিয়া

রবিবার দুপুরে মুম্বইয়ের প্রাইভেট এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হলেন শাহরুখ খান। যদিও ক্যামেরাবন্দি হলেন কথাটা খানিকটা ভুল। কারণ, ক্যামেরার থেকে বাঁচতে ছাতার তলায় লুকিয়ে গাড়িতে ওঠেন কিং খান। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। এই লুকোচুরির কারণ কী, সেটাই এখনও স্পষ্ট নয় কারও কাছে। 

বিমানে দিল্লি যাওয়ার সময় শাহরুখ সাধারণ ভাবেই প্রবেশ করেছিলেন মুম্বই প্রাইভেট এয়ারপোর্টে। তবে, আজ দুপুরে দেখা যায় এক্সিট বগেটে দাঁড়িয়ে আছে শাহরুখের গাড়ি। ভিড় করে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। হঠাৎই, কালো পোশাক পরা এক ব্যক্তি ছাতার ভিতর মুখ লুকিয়ে সটান উঠে যান গাড়িতে। কালো কাচ থাকায় বোঝা যায়নি কে উঠলেন গাড়িতে, শাহরুখ খান না তাঁর পরিবারের অন্য কোনও সদস্য। 

দিল্লিতে শাহরুখের সঙ্গে কে গিয়েছিল সেটাও এখনও স্পষ্ট নয়। বলা ভালো রহস্যময় এক ব্যক্তির সাথেই দিল্লি গিয়েছিলেন তিনি। তবে মাদক মামলায় আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই মিডিয়ার সামনে আসেননি শাহরুখ। আর্থার রোড জেলে ছেলেকে দেখতে গেলেও মিডিয়ার কথার কোনও জবাব দিতে দেখা যায়নি তাঁকে।