fbpx
Saturday, June 19, 2021
Homeবিনোদননয়া অবতারে আসছে শাহিদ কাপুর

নয়া অবতারে আসছে শাহিদ কাপুর

নেটফ্লিক্সে পা রাখতে চলেছেন শাহিদ কাপুর

নতুন রূপে নতুন করে আমাদের সকলের সামনে আসতে চলেছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর । এতদিন আমরা অভিনেতাকে বিভিন্ন সিনেমায় অভিনয় করতে দেখেছি । ২০০৩ সালের ‘ ইশক ভিশক ‘ নামে একটি রোমান্টিক কমেডি ছবিতে শাহিদ কাপুর প্রথম প্রধান ভূমিকায় অভিনয় করেন ।

 

ছবিটি সুপার হিট হয়েছিল । এবং এই ছবিতে অভিনয় করেই তিনি ফিল্ম ফেয়ারে শ্রেষ্ঠ পুরুষ নবাগত পুরষ্কার পান । তার পর একের পর এক ছবিতে তার নজরকাড়া অভিনয়ের মাধ্যমে মুগ্ধ হয়েছে অনুগামীরা । এছাড়া তিনি বিভিন্ন ওয়েব সিরিজের কাজ করেছিলেন । শোনা যাচ্ছে এবার অভিনেতাকে নেটফ্লিকসে ও দেখা যাবে । সকলেরই নিজস্ব কিছু সপ্ন থেকেই থাকে । সেক্ষেত্রে অভিনেতার ও এটা একটা সপ্ন যে তার নিজস্ব একটা প্রযোজনা সংস্থা থাকবে । এখন সেই সপ্নই বাস্তবায়িত করার সময় । জানা গেছে বহুদিন আগেই এই বিষয়ে তিনি নেটফ্লিকসের সাথে কথাবার্তা শুরু করেছিলেন ।

 

 

শেষমেষ তার সপ্ন পূরণের পথে । ভারতীয় বক্সার ডিনকো সিং এর বায়োপিক বানানোর কথা বহুদিনধরেই তার ভাবনাচিন্তার অংশ ছিল । সম্ভবত এবার সেই ভাবনা রূপ পাবে । জীবনে অনেক ওঠা নামা দেখেছেন অভিনেতা । সবটা কাটিয়েই তিনি ইন্ডাস্ট্রি ধরে রেখেছেন । তাছাড়া সাংসারিক জীবনে ও অভিনেতা বেশ সুখী । একসময় অভিনেত্রী করিরা কাপুরের সঙ্গে তিনি সম্পর্কে ছিলেন । তারপর সেই সম্পর্ক ভেঙে গেলে ২০২৫ সালে তিনি নতুন দিল্লির এক ছাত্রী মীরা রাজপুতকে বিবাহ করেন । এই দম্পতির কন্যা সন্তানের নাম মিশা যা তাদের নামের প্রথম অক্ষর অনুসারেই রাখা হয়েছে । অভিনেতার এই নতুন কাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে । অনুগামীরা তার নতুন কাজ দেখতে খুব উৎসুক । এছাড়াও শাহিদকে গণমাধ্যমে অন্যতম আকর্ষণীয় ভারতীয় সেলিব্রিটি হিসেবে গণ্য করা হয় ।নয়া অবতারে আসছে শাহিদ কাপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম