fbpx
Saturday, July 24, 2021
Homeলাইফস্টাইলশাহরুখ খানের খাবের মেনু দেখলে যাবেন চমকে, দেখুন তালিকা

শাহরুখ খানের খাবের মেনু দেখলে যাবেন চমকে, দেখুন তালিকা

বলিউডএর কিং খান যাকে পরিচয় করানোর প্রয়োজন হয়না,কারন পৃথিবীর এমন কোনো প্রান্তের মানুষ নেই যে তাকে চেনেনা। নিজের অভিনয়ের প্রতিভা শক্তির মধ্য দিয়ে জয় করেছে সকলের মন।জনপ্রিয়তার শিখরে বসেছেন তিনি যে কিনা একসময়ে সাধারণ একজন ব্যক্তি ছিলেন,তিনি হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।সম্প্রতি তার ৫৫ তম জন্মবার্ষিকী গেছে,তার এই জন্মদিনে সব ভক্তরা তাকে মনে-প্রানে শুভ কামনা জনিয়েছিলেন।

সম্প্রতি বলিউড বাদশা এক সাক্ষাৎকারে তার কঠিন অধ্যবসায়ের কথা জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন তার নিত্যদিনের খাদ্য তালিকার কথা।

তিনি বলেন যে যেদিন তিনি সকাল এ ঘুম থেকে তারাতারি ওঠেন সেদিন তিনি তার দিন শুরু করেন ডিমের সাদা অংশ, একগ্লাস অরেঞ্জ জুস সাথে কিছু ভিটামিন ট্যাবলেট দিয়ে। তবে দেরি করে ঘুম থেকে উঠলে সাধারণত সকালের নাস্তা খাওয়া হয় না। ভাজাপোড়া জাতীয় খাবার এড়িয়ে চলেন তিনি।
শুটিং সেটে থাকলে তিনি ঘরের খাবারই খেতে পছন্দ করেন,সেক্ষেত্রে দুপুরে এবং রাতে তান্দুরি চিকেন খুব পছন্দ তার। কখনো তান্দুরি রুটি কিংবা মাটন-সবজি দিয়ে সেরে ফেলেন তার প্রোটিন ভুঁড়িভোজ।

সাক্ষাৎকারে অতীত জীবনের স্মৃতিচারণ করে প্রিয় একটি খাবারের কথাও জানালেন তিনি। ভারতের উত্তরাঞ্চলের ছেলে হিসেবে তার প্রিয় খাবার হোল তান্দুরি চিকেন খুব পছন্দের। মেন্যুটি তার এমনই পছন্দ যে অন্য কোনো খাবার ছাড়া ৩৬৫ দিনই টানা শুধু তান্দুরি চিকেন খেয়ে থাকতে পারবেন শাহরুখ।তাড়কা শাহরুখ এর আগেও তার এই খাবারটি খুব পছন্দের ছিল।

অঞ্চলভেদে খাদ্যাভ্যাসের ব্যাপারটি আজও রয়ে গেছে তার মধ্যে। তাই এখনো খাদ্য তালিকায় প্রায় প্রতিদিন দুপুরে ও রাতে প্রিয় খাবার তান্দুরি চিকেন রাখেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম