অনলাইন ডেস্ক,২৪জুলাইঃ এই করোনা মহামারী সময়কে রাম মন্দির নির্মাণের জন্য উপযুক্ত সময় নয় বলে জানালেন শঙ্করাচার্য স্বরূপান্দ সরস্বতী। সম্প্রতি অযোধ্যায় রামমন্দিরের ভূমি পূজার দিনক্ষণ নির্ধারণ করা হলেও তিনি জানান যে, এই সময় রাম মন্দির নির্মাণের জন্য অত্যন্ত অশুভ সময়।
অযোধ্যায় ভূমি পুজায় প্রায় দেড় ঘন্টা মতো উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।৫ই আগস্ট রাম মন্দিরে ভূমি পূজার আয়োজনের কথা ঘোষণা করা হয়েছে। সেদিন প্রথমে হনুমান গদি, তার পর রাম লাল্লা দর্শন করে ভূমি পুজোয় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
কিন্তু এত কিছু নিশ্চিত হয়ে যাবার পরও এই পরিস্থিতিতে রাম মন্দির নির্মাণে সম্মত হলেন না শঙ্করাচার্য। শঙ্করাচার্য বলেন, ”আমরা সবাই রামভক্ত। তাই আমরা সকলেই চাই রাম মন্দির নির্মাণ হোক। কিন্তু এই মন্দির নির্মাণ নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। আর তাছাড়া এই মন্দির নির্মিত হচ্ছে জন সাধারণের টাকায়। তাই তাঁদের মতামতেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে এই মন্দির নির্মাণের ক্ষেত্রে।”
সেদিন দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে, ৫ই আগস্ট দিনটিকে ভূমিপুজার জন্য নির্দিষ্ট করা হয়েছে বলেই। কিন্তু শঙ্করাচার্যের এমন বক্তব্যে কতটা প্রভাবিত হতে চলেছে রাম মন্দিরের ভূমি পুজা?
তবে এর পিছনে কোনো যুক্তি না দিয়েই শঙ্করাচার্য যে বলেছেন এই সময়টা অশুভ এবং এই সময়ে রাম মন্দির নির্মাণের কাজ শুরু না করাই ভালো। অনেকে মনে করছেন করোনার জন্যেই হয়তো তিনি সময়টিকে অশুভ বলে মনে করছেন। তবে তাঁর এমন বক্তব্যে কি ভূমি পুজার তিথি পরিবর্তিত হবে? সে বিষয়েও অজ্ঞাত সবাই।