Home বিনোদন অবশেষে বিয়ে করলেন শুভশ্রী এর দিদি দেবশ্রী

অবশেষে বিয়ে করলেন শুভশ্রী এর দিদি দেবশ্রী

টলিউড মহলের তারকারা সকলেই অত্যন্ত প্রতিভাবান । রূপ , অভিনয় দক্ষতা বা অন্য যে কোনো ক্ষেত্রে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ । এদেরই মাঝে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় । অভিনয় জগতে পা রাখার পর থেকে একের পর এক হিট মুভিতে অভিনয় করে তিনি সকলের মুখে মুখে । দেব , জিত , সোহমের মতো আরো বহু জনপ্রিয় অভিনেতাদের সাথে তিনি জুটি বেধে কাজ করেছেন । বছর খানেক আগে পরিচালক রাজ চক্রবর্তী র সাথে তার বিবাহ হয়েছে । এর পর সম্প্রতি তিনি একজন স্ত্রী থেকে মা হয়ে উঠেছেন । শুভশ্রীর মা হাওয়ার পর আবার গঙ্গোপাধ্যায় পরিবারে এলো খুশির খবর ।

 

 

 

২ ই এপ্রিল অর্থাৎ গতকালই সাত পাকে বাঁধা পড়লেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় । অমিত ভাটিয়া , দেবশ্রী গঙ্গোপাধ্যায় এর বহুদিনের বন্ধু । তার সাথেই বিয়ের পিড়িতে বসলেন দেবশ্রী । হাতে গোনা অতিথি তেই ধুমধাম করে বিয়ে সারলেন গঙ্গোপাধ্যায় পরিবার । দিদিকে নিজের হাতে গয়না পরিয়ে সাজিয়ে দিয়েছে অভিনেত্রী শুভশ্রী । দিদি জামাইবাবুর ছবি পোস্ট করে , নতুন জীবনের শুভেচ্ছা জানালো শুভশ্রী । ঝড়ের গতিতে ভাইরাল সেই ছবি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম