fbpx
Friday, July 30, 2021
Homeনতুন খবরছোট্ট শিশুর কণ্ঠে অসাধারণ "বন্দেমাতরম" গান, মুগ্ধ হয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী

ছোট্ট শিশুর কণ্ঠে অসাধারণ “বন্দেমাতরম” গান, মুগ্ধ হয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী

সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে সকলেই ভীষণ প্রশংসা করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে মাত্র চার বছরের একটি ছোট্ট মেয়ে বন্দেমাতরম গান গাইছে।কথাও স্পষ্ট হয়নি ঠিক মতো এর মধ্যেই বন্দেমাতরম গান গেয়ে রীতিমতো সকলের প্রশংসার অধিকারী হয়েছে মিজোরাম এর কন্যা।

মিজোরাম এর এই ছোট্ট কন্যার নাম এসথার হনমতে। এসথার একটি ইউটিউব চ্যানেল আছে। আর সেই চ্যানেলে প্রায় তার গানের ভিডিও পোস্ট করা হয়। প্রতিনিয়ত প্রায় ৮০ হাজার মানুষ তার ভিডিও দেখেন। তার এই বন্দেমাতরম গানের ভিডিওটি ২৫ অক্টোবর ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল।

এখন পর্যন্ত প্রায় ৩৩ লক্ষ ৬৭ হাজার মানুষ এই ভিডিও দেখেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে সাদা জামা কালো শার্ট ও কলারে একটি রিবোন লাগিয়ে এসথার বন্দেমাতরম গান গাইছে তার মিষ্টি কণ্ঠস্বর এ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসথার এই বন্দেমাতরম গান এর ভিডিও দেখেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে ভিডিওটি রিটুইট করে প্রশংসা করেন। তিনি ক্যাপশন দেন , ” অভূতপূর্ব অনেক প্রশংসনীয় “। তিনি এই ছোট্ট কন্যার গানে মুগ্ধ অনেক গর্বিত। মাত্র চার বছর বয়সে মিজোরাম এর কন্যা বন্দেমাতরম গান গেয়ে বিপুল প্রশংসা অর্জন করেছেন। প্রথমে মিজোরাম এর মুখ্যমন্ত্রী জোরমাথাঙ্গ চার বছরের এই কন্যার ভিডিও। মুহূর্তে ভাইরাল সেই ছোট্ট বাচ্চার মিষ্টি গলায় গাওয়া গান এর ভিডিও। গানটির ভিডিওটিতে ক্যাপশন দেওয়া ছিল , ” প্রিয় ভাই বোনেরা , ভারতীয় হিসেবে গর্ভবোধ করুন। এটা ভালোবাসা , যত্ন ও স্নেহের দেশ। এখানে ভাষা , সংস্কৃতি ও প্রাচুর্য রয়েছে। ভিডিওটি দেখে মুগ্ধ নেট জনতা। প্রশংসায় পঞ্চমুখ সকলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম