Home বিনোদন সুপার স্টার অক্ষয় কুমার ও সোনু সুদকে ভারতরত্ন দেওয়ার দাবিতে ঝর সোশ্যাল...

সুপার স্টার অক্ষয় কুমার ও সোনু সুদকে ভারতরত্ন দেওয়ার দাবিতে ঝর সোশ্যাল মিডিয়ায়

দৈনিক খবরঃফিল্মি দুনিয়ার সুপারস্টার অক্ষয় কুমার আমাদের সকলেরই প্রিয়,অপরদিকে সোনু সুদ যিনি তার অসাধারণ এক্টিং এবং সুন্দর শারীরিক গঠন এর জন্যে অনেকের কাছেই খুব প্রিয়।বর্তমানে এই দুই বলিউড হিরোদের ভারতরত্ন দেবার কথা উঠে আসছে বিভিন্ন মহল থেকে।

করোনা মহামারীর সময় দেশের সামনে আসল হিরো হিসাবে এই দুই বলিউড তারকাকে সবসময় গরিব অসহায় মানুষের পাশে থাকতে দেখা গেছে।শুধু করোনা মহামারীই নয়, দেশের বিভিন্ন সমাজ কল্যাণ মূলক কর্মসূচির অঙ্গ হিসাবে নিজেকে তুলে ধরেছেন, মিস্টার খিলাড়ি অক্ষয় কুমার।২০১৯ এর পুলবামায় জঙ্গিহামলায় শহীদের পরিবারের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন শুধু তাই নয় গরিব অসহায় থেকে পীড়িত ব্যক্তিদের সাহায্যে সর্বদা নিজেকে এগিয়ে রেখেছেন এই বলিউড তারকা। এর পরেই আরও এক সুপারস্টার সোনু সুদ, করোনা সময়কালে হাজার হাজার গরিব পরিযায়ী শ্রমিকদের নিজ খরচায় বাড়ি পৌছে দেবার জন্যে বাস, ট্রেন থেকে শুরু করে বিমান পর্যন্ত ব্যবস্থা করেছেন। বিভিন্ন সময় করোনাকালে যখন সকলেই মহামারীর ভয়ে ঘরে বন্ধ, ঠিক সেই সময় নিজেকে ঘরে আটকে না রেখে বারবার স্টেশন, বাস টার্মিনাল, বিমান ঘাঁটিতে দৌড়ে গিয়েছেন একমাত্র পরিযায়ীদের বাড়ি ফিরিয়ে দেবার জন্যে।পরিযায়ীদের কাছে ভগবান দ্বারা পাঠানো দূতের ভূমিকা পালন করেছেন সোনু সুদ।

এর পর থেকেই ছোট থেকে বড়ো, এক রাজ্য থেকে ওপর রাজ্যে, গ্রাম থেকে শহর সব জায়গাতেই সোনু সুদ ও অক্ষয় কুমারের জয়জয়কার করেছেন সাধারণ মানুষেরা।বিভিন্ন সময়ে নেটিজিনরা বিভিন্ন সোসাল মাধ্যমদ্বারা এই দুই সুপারস্টারকে ভারত রত্ন পুরস্কারের দ্বারা সম্মোধন করার জন্যে দাবি জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম