fbpx
Saturday, June 19, 2021
Homeদেশ22 জন করোনা রোগীর প্রাণ বাঁচালেন সোনু

22 জন করোনা রোগীর প্রাণ বাঁচালেন সোনু

 

বলিউড তারকা সোনু সুদ করোনা পরিস্থিতিতে প্রচুর অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এক কথায় এই দুর্দিনে সোনু সুদ যেন ভগবানের এর মতো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। মানুষ নানা ভাবে বিপদে পরে সোনু সুদের কাছে সাহায্য চেয়েছেন আর সোনু সুদ সকলকে সাহায্য করেছেন। দেশ জুড়ে এখন করোনা দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ পরিস্থিতি। দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন এর অভাব। মঙ্গলবার একজন ইন্সপেক্টর ফোন করে সোনু সুদ এর সংস্থার কাছে জানান , ব্যাঙ্গালোর আরেক হসপিটালে অক্সিজেন এর অভাব দেখা দিয়েছে । অক্সিজেন এর অভাবে দুজন রোগীর মৃত্যু হয়েছে।

 

 

 

এই কথা শুনে সোনু সুদ এর টিম কিছুক্ষন এর মধ্যেই ১৫ টি অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে ২২ জন করোনা রোগীর প্রাণ বাঁচিয়েছেন। এই পরিস্থিতিতেই রাতে জরুরি ফোন পেয়ে সোনু সুদ ও তার টিম দ্রুত অক্সিজেন এর ব্যবস্থা করে ২২ জন রোগীর প্রাণ বাঁচালেন। সোনু সুদ বলেন , ফোন পাওয়া মাত্রই তার টিমের লোক দ্রুত ব্যবস্থা নিয়েছেন নাহলে অনেক পরিবার তাদের প্ৰিয় জনদের হারাতেন। সোনু সুদ বলেন , জাতীয় সংকট দেশবাসীর পাশে দাঁড়াতে তিনি বদ্ধ পরিকর। সোনু সুদ কিছুদিন আগে নিজেও করোনা আক্রান্ত ছিলেন। আইসোলেশোনে থাকাকালীন সময়েও তিনি জনসেবা করেছেন।22 জন করোনা রোগীর প্রাণ বাঁচালেন সোনু

 

 

 

করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই নানা সময় তিনি নানা মানুষের দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি অনেক কাজ হারা মানুষের কাজের ব্যবস্থা করে দিয়েছেন। সকলকে দেওয়া তার প্রতিশ্রুতির পালন করেছেন। অনেক পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করে দিয়েছেন। অনেক গৃহহারা মানুষকে বাড়ি বানিয়ে দিয়েছেন। অনেক অসুস্থ মানুষের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম