Home নতুন খবর রাষ্ট্রসংঘের সম্মানীয় পুরষ্কার পেলেন সোনু সুদ

রাষ্ট্রসংঘের সম্মানীয় পুরষ্কার পেলেন সোনু সুদ

বলিউড তারকা সোনু সুদ করোনা পরিস্থিতিতে প্রচুর অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এক কথায় এই দুর্দিনে সোনু সুদ যেন ভগবানের এর মতো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। মানুষ নানা ভাবে বিপদে পরে সোনু সুদের কাছে সাহায্য চেয়েছেন আর সোনু সুদ সকলকে সাহায্য করেছেন। নানা সময় তিনি নানা মানুষের দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি অনেক কাজ হারা মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের কাজের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি সকলকে দেওয়া তার প্রতিশ্রুতির পালন করেছেন। এবার তিনি তার কাজের জন্য সন্মান পেলেন। সোনু সুদকে বিশেষ মানবিক সম্মানে পুরস্কৃত করলো ইউনাইটেড নেশান ডেভলপমেন্ট প্রোগ্রাম এর তরফে।

সোমবার ভার্চুয়াল অনুষ্ঠানে সন্মান দেওয়া হল। তাকে সম্মানিত করলো জাতি সংঘ। জাতি সংঘের থেকে পুরস্কার পেয়ে খুশি সোনু সুদ। এই সন্মান পেয়ে সোনু সুদ আপ্লুত। সোনু সুদ কোনো কিছু প্রত্যাশা না করেই সমাজসেবার কাজে নিজেকে নিযুক্ত করেছিলেন।

সমাজের সমস্ত অসহায় মানুষের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন অনেক পরিযায়ী শ্রমিকদের তিনি নানাভাবে কাজের ব্যবস্থা করে দিয়েছেন। অনেক গৃহহারা মানুষকে বাড়ি বানিয়ে দিয়েছেন। অনেক অসুস্থ মানুষের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন।

এছাড়াও অনেকের অনেক প্রতিভা স্থাপন করার জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি সকলকে দেওয়া তার সমস্ত কথা মনে রেখেছেন। এবার তিনি তার এই মহৎ কাজের জন্য জাতি সংঘে পুরস্কার পেলেন। অনেক কম ভারতীয় এই সন্মান পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম