fbpx
Sunday, August 1, 2021
Homeবিনোদন'সোনু সুদ' সত্যিই আজ দেশের মানুষের কাছে সুপার হিরো! জানুন গরিবের কান্না...

‘সোনু সুদ’ সত্যিই আজ দেশের মানুষের কাছে সুপার হিরো! জানুন গরিবের কান্না শুনে কি করলেন তিনি

অনলাইন ডেস্ক,৩০জুলাইঃএকাধিকবার খবরের শিরোনামে আসা ‘সোনু সুদ’ যিনি সত্যিই আজ সকল দেশবাসীর কাছে সুপার হিরো। নিজের বিলাস বহুল জীবনেও একাধিকবার গরিব অসহায় মানুষের পাশে থেকে সুখ-দুঃখের ঘটনায় সেই সব মানুষদের পাশে দাঁড়িয়েছেন বলিউড স্টার ‘সোনু সুদ’।

ব্যক্তিগত জীবনে সোনুর সুন্দর ও সহজ সরল মানুষিকতা সত্যিই সকলের কাছে প্রেরণা দায়ক এক চরিত্র।’সোনু সুদ ‘ গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে এর আগে পরিযায়ী শ্রমিকদের বাড়ি আসার ব্যবস্থা করেছে সাথেই পরিযায়ী শ্রমিকদের খাওয়াদাওয়ার সমস্ত ব্যবস্থা থেকে যাতায়াতের সমস্ত খরচও তিনি বহন করেছেন। এর পরেই বহু মানুষ সোনু সুদের এইরূপ সাহায্য এবং সরল মানুষিকতাকে স্যালুট জানিয়েছেন। সোসাল মিডিয়াতে সোনুর জয় জয়কার করতে দেখা যায় সাধারণ মানুষের দ্বারা এছাড়াও আবার অনেকেই সোনুকে ভারত রত্ন দেবার আবেদনও করেছেন।

এককথায় বেশকয়েকমাসে সোনু সুদের জনসেবার একাধিক কীর্তি দেশের মানুষ দেখছে আবার অনেক গুলোই অজানা অনেক মানুষের কাছে। এবারে মুম্বাইয়ের এক শিশুকন্যার কান্নায় তার দুঃখ মোচনে এগিয়ে এসেছেন ‘সোনু’। প্রসঙ্গত,বেশকিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে মুম্বাইয়ের মালাড় এর আম্বেদকর নগর থেকে একটি শিশুকন্যাকে দেখা যায় অভিনেতা সোনু সুদের কাছে অনুরোধ জানাতে, যেখানে দেখা যায় সেই শিশুকন্যার বাড়ির অবস্থা একদম ঠিক নেই খুব বিপদজনক অবস্থায় রয়েছে সেই শিশুটি, বর্ষার জল পড়ছে বাড়ির টিনের ফুটো হয়ে যাওয়া অংশ দিয়ে।

এর পরেই ভিডিওটি সোনুর চোখে পরতেই, সোনু সুদ টুইটারে সেই ছোট মেয়েটির ভিডিও নিয়ে পোস্টে লেখেন আর কষ্ট করতে হবে না এমনকি তিনি নিজেই সমস্তটা দেখবেন বলে জানান।এর পরেই নেটিজিনদের একাংশ সোনুকে সাধুবাদ জানিয়েছেন এছাড়াও অনেকেই পোস্টের নিচেও সাহায্য চেয়ে আর্জি জানিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম