Home রাজ্য মিটলো রাজ্য বিজেপির দ্বন্দ্ব

মিটলো রাজ্য বিজেপির দ্বন্দ্ব

বিজয়া দশমীতে দিলীপ ঘোষ ও সৌমিত্রখানের বিবাদের অবসানে খুশির হওয়া রাজ্য বিজেপি তে। এই দিন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বাড়ীতে বিজয়ার নমস্কার জানাতে যান বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান। নিজের ফেইসবুক সেই ছবি পোস্ট করে তিনি লেখেন “দাদার বাড়িতে গিয়ে বিজয়ার প্রণাম করে এলাম। সকলে ভালো থাকবে৷ শুভ বিজয়া।”এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু ও সুব্রত মুখার্জী।

প্রসঙ্গত উল্লেখ্য ,সপ্তমীতে রাজ্য যুবমোর্চার সব জেলা কমিটি ভেঙে দিতে নির্দেশিকা জারি করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় রাজ্য বিজেপিতে। সামনে চলে আসে সংগঠন সাজানো নিয়ে দিলীপ ঘোষ ও সৌমিত্র খানের দ্বন্দ্ব। যদিও সৌমিত্র খান মিডিয়ার সামনে জানান, তিনি সেই ব্যাপারে কিছুই জানেন না। কেননা দিলীপ ঘোষ তাঁকে কিছুই জানাননি।এর পর অষ্টমীর দিন সকালেই রাজ্য যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফার কথা জানান সৌমিত্র খান। যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন তিনি যদিও পরে গ্রুপে ফিরে আসেন তিনি পাশাপাশি ভিডিও বার্তাতে দলের সাথে থাকার কথা জানান তিনি।

আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে সর্বসমক্ষে দলীয় বিরোধ প্রকাশ পাওয়াতে অস্বস্তি বাড়ছিল রাজ্য বিজেপি তে ,যার অবসান ঘটলো এই ঘটনাতে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম