fbpx
Friday, July 23, 2021
Homeনতুন খবরঅক্সিজেনের হাহাকারে এগিয়ে এলেন সৌরভ

অক্সিজেনের হাহাকারে এগিয়ে এলেন সৌরভ

অক্সিজেনের হাহাকারে এগিয়ে এলেন সৌরভ

দেশ জুড়ে করোনা মৃত্যু মিছিল। করোনার দ্বিতীয় ঢেউ গ্রাস করে নিচ্ছে লক্ষ লক্ষ প্রাণ। দেশ জুড়ে করোনা দ্বিতীয় ঢেউয়ের কারণে ভয়াবহ পরিস্থিতি। দেশ জুড়ে অক্সিজেন এর সংকট। অক্সিজেন অভাবে মানুষ প্রাণ হারাচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

 

 

 

বেশ কিছু অক্সিজেন কনসেনন্ট্রোটর শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনকে দিয়ে সাহায্যে করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই সংগঠন এর সদস্য শতদ্রু দত্ত জি ২৪ ঘন্টাকে জানান , “করোনা মহামারীতে মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য একটি প্রাইভেট সংস্থার সঙ্গে কাজ করতে শুরু করেছেন তিনি। তার সঙ্গে আরও ৩৫ জন স্বেচ্ছাসেবক রয়েছেন। আগামী রবিবার থেকে তারা পৌঁছে যাবেন কলকাতা সহ আরও আটটি জেলায়। ২ টি বাসে অক্সিজেন পার্লার তৈরী করা হয়েছে।

 

 

 

এছাড়া ২০ টি ভ্ৰমমান অক্সিজেন গাড়ি রয়েছে। তারা করোনা কিট দেবেন এবং করোনা আক্রান্তকারীদের খাবার দেবেন। এই কাজে তারা সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাদের সাথে পেয়ে খুব খুশি। ” শতদ্রু বলেন , ” সর্বদা নিঃশব্দে মানুষের সেবা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার এই উদ্যোগ তার অনেক অনুরাগীকে অনুপ্রাণিত করবে। ” সৌরভ গঙ্গোপাধ্যায় তথা বিসিসিআই প্রেসিডেন্ট বৃহস্পতিবার ওই সংগঠন এর হাতে বেশ কয়েকটি অক্সিজেন কনসেনস্ট্রেটর তুলে দিয়ে সাহায্য করেছেন। স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্য শতদ্রু দত্ত সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই ভয়াবহ পরিস্থিতিতে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম