Home উত্তরবঙ্গ তিনি রাজনীতিতে জড়িয়ে পড়ুন চান না অশোকবাবু ,বই উদ্বোধনে এসে বললেন ...

তিনি রাজনীতিতে জড়িয়ে পড়ুন চান না অশোকবাবু ,বই উদ্বোধনে এসে বললেন সৌরভ গাঙ্গুলী

শিলিগুড়ির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের লেখা বইয়ের উদ্বোধন করতে এসে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায বললেন ,করোনা আবহে হতাশ হওয়ার কিছু নেই। এর বিরুদ্ধে লড়তে হবে।

করোনা পূর্ব ও উত্তর নগরায়ণ ও অর্থনীতি নামের এই বইটিতে ২৭টি নিবন্ধ রয়েছে। যার মধ্যে ১৭টি নিবন্ধের বিষয় করোনার আগেকার পরিস্থিতি ও সেই সময়কার নগর-অর্থনীতির। ১০টি নিবন্ধে করোনার পরবর্তী পরিস্থিতিতে নগরের অর্থনৈতিক বিষয়কে উত্থাপন করা হয়েছে। যার কয়েকটি নিবন্ধ ইতিপূর্বে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

এবছরের জুন মাসের মাঝামাঝি সময়ে করোনায় আক্রান্ত হয়েছিল সিপিএম বিধায়ক তথা শিলিগুড়ির প্রশাসক অশোক ভট্টাচার্য। শিলিগুড়িতেই তাঁর চিকিৎসা চলে।শিলিগুড়ির মেয়র থাকাকালীন সামনে থেকে দীর্ঘদিন করোনা সংক্রামিতদের পাশে থেকে ও নিজে করোনা সংক্রামিত হয়ে যে উপলব্ধি করেছেন, তা তিনি তুলে ধরতে চেয়েছেন এই বইয়ের মাধ্যমে ।

বইটি উদ্বোধনের প্রসঙ্গে সৌরভ বলেন ,বইটির বিষয়ে বিস্তারিত না জেনেই উদ্বোধন করতে রাজী হয়েছিলেন তিনি ,যদিও তিনি জানতেন কোনো রাজনৈতিক বই উদ্বোধনের অনুষ্ঠানে তাকে ডাকবেন না অশোক বাবু কারণ তিনি রাজনীতিতে জড়িয়ে পড়ুন, এটা অশোক ভট্টাচার্য চান না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম