fbpx
Sunday, July 25, 2021
Homeভাইরাল খবরকাঠবিড়ালি এবং বিষধর সাপের হাড্ডাহাড্ডি লড়াই! দেখুন শেষমুহুর্তে যা হল

কাঠবিড়ালি এবং বিষধর সাপের হাড্ডাহাড্ডি লড়াই! দেখুন শেষমুহুর্তে যা হল

নানা প্রান্তের নানা অদ্ভুত দৃশ্যর সাক্ষী হয়ে থাকেন নেটিজেনেরা। সোশ্যাল সাইড এ প্রায় প্রতিনিয়ত কিছু না কিছু অদ্ভুত ঘটনা ভাইরাল হয়ে চলছে। নেটিজেনেদের চোখে এমন কিছু কিছু দৃশ্য পরে যা সত্যিই অদ্ভুত। সচরাচর সেই সব দৃশ্য তো দেখা যায়ই না এমন দৃশ্য অনেকে ভাবতেও পারে না। প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কিছু কিছু প্রাণীদের অদ্ভুত ঘটনার ভিডিও। যেসব প্রাণীদের এইরূপ কীর্তি মানুষের দেখা অসম্ভব। আর মুহূর্তে সেই সব প্রাণীদের অদ্ভুত ঘটনার ভিডিও ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঝড়ের গতিতে ছড়িয়ে পরে সেই সব ভিডিও। আর সেই সব ভিডিও দেখে নেটিজেনেরা রীতিমতো তাজ্জব লেগে যান। এই রকমের একটি ভিডিও দেখে নেটিজেনেরা আবার তাজ্জব লেগে গেলেন। কিছু আগেই ভিডিও ফেসবুক এ ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি সাপ এর সাথে একটি বনের কাঠবেড়ালির ঝগড়া। সাপ এর সঙ্গে বেজির যুদ্ধের কথা অনেকেই জানেন এবং অনেকেই দেখেছেন। কিন্তু কাঠবেড়ালির সঙ্গে যুদ্ধ এটা অনেকেই প্রথমবার দেখছেন ও শুনছেন। তবে ভিডিওটি কবে কে পোস্ট করেছেন সে বিষয়ে জানা যায়নি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যেই একটি সাপ ও একটি কাঠবেড়ালির জোরদার যুদ্ধ লেগেছে। কেউ ছাড়বার নয়। দুজনেই দুজনকে আক্রমণ করছে। কাঠবেড়ালি সাপটির দেহ ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে কিন্তু সাপও পাল্টা আক্রমণ করছে। দুজনেই তুমুল যুদ্ধ করছে। কিন্তু কিছুক্ষন পর তারা দুজনেই ঝগড়া থামিয়ে দিয়েছে। এইধরণের ভিডিও দেখতে পেয়ে নেটিজেনেরা নানা রকমের কমেন্ট করেছেন। ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম