শুক্রবার সকাল ৯টা নাগাদ আলিপুরদুয়ারে পৌঁছান মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকর।এর পরেই সেখান থেকে সড়কপথে রওনা দেন শহিদ বিপুল রায়ের বাড়ির উদ্দেশ্যে।শহিদ বিপুল রায়ের বাড়ি পৌছে শহিদ দকে প্রনাম জানান তিনি, শহিদের ছবিতে পুস্পদান করেন।
শহিদের পরিবারের সাথে কথা বাত্রাও বলেন এর পরেই শহিদ জওয়ান বিপুল রায়ের মায়ের হাতে সাড়ে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যপাল। সঙ্গে বিপুল রায়ের স্ত্রী রুম্পা রায়ের হাতেও আরও একটি সাড়ে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন জগদীপ ধনকর।
With wife and parents of martyr Late Hav Bipul Roy at village Bindiapara.
Presented Rs 5.50 lac cheque to wife and Mrs Sudesh Dhankhar presented Rs 5.50 lac cheque to mother of martyr.
Army Commander @easterncomd Lt. Gen Chauhan wife Anupama Chauhan also connected with family. pic.twitter.com/EXgSEGN1I8
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 9, 2020
এইদিন ১১ লক্ষ টাকার চেক তুলে দেবার সাথে তিনি শহিদ পরিবারের একজনকে গ্ৰুপ-সি এর চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দেন। এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি জানান,”কেন্দ্রীয় সরকার সবসময় শহীদের পরিবারের সঙ্গে রয়েছে। আজ শহিদের পরিবারের হাতে ১১ লক্ষ টাকার চেক তুলে দিলাম। ১১ লক্ষ খুবই সামান্য টাকা। কিন্তু এর মাধ্যমে বলতে চাই, রাজভবন তাঁদের পাশে আছে। বিপুলের পরিবারের একজনকে গ্রুপ-সি চাকরি দেওয়া হবে।”