পুজোর আগে চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিয়ে কর্মসাথী বিজেপি দল রাজ্যের সরকারি দফতরে সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ এর দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। বিজেপির এই কর্মসূচির ফলে কর্ম সংস্থান বিষয় নতুন করে আবার গুরুত্ব পেল।
রাজ্যে সরকার কর্মসংস্থান বিষয় নিয়ে নতুন করে প্রস্তুতি শুরু করলো। রাজ্যে সরকার কর্মসাথী প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করলো। রাজ্যে সরকার যুব সমাজকে আর্থিকভাবে সাবলম্বী করার উদ্দেশ্য এই প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছেন।
মুখ্যমন্ত্রী মে মাসের ঘোষণা করেছিলেন কর্মসাথী প্রকল্পের কথা। রাজ্যে সরকার বিজ্ঞপ্তি জারি করেছেন এমএসএমই দফতরের মাধ্যমে। ২ লক্ষ টাকা ঋণের জন্য আবেদনপত্র তৈরী হয়েছে।
১৮ থেকে ৫০ বছরের বেকার যুবক যুবতী এই কর্মসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বেকার যুবক যুবতীর বেকারত্ব দূর করার উদ্দেশ্য রাজ্যে সরকার এই প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করেছেন।
২ লক্ষ টাকার আবেদনপত্র ভালো করে দেখার জন্য জেলা ও ব্লকস্তরে কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি কাজ করবে ডিএমদের তত্ত্বাবধানে। রাজ্যের বেকার যুবক যুবতীদের এই ২ লক্ষ টাকা ঋণের দেওয়া হবে তাদের ব্যবসায় উৎসাহ দিতে এই ঋণ দেওয়া হবে। তিন বছরের জন্য এই ঋণ দেওয়া হবে।
এই প্রকল্পের গেজেট নোটিফিকেশন গত ৯ সেপ্টেম্বর জারি করা হয়েছে। রাজ্যে সরকার মনে করেছেন কর্মসাথী প্রকল্পের গেজেট নোটিফিকেশন জারি করার মাধ্যমে যুবক যুবতীর কর্মসংস্থান করা যাবে। অনেকেই মনে করেছেন যুবক যুবতীদের বেকারত্ব দূর করতে কর্মসাথী প্রকল্প যথেষ্ট গুরুত্বপূর্ণ।