রাজ্যে বিগত কয়েক বছর ধরে হয়নি টেট। সূত্রে জানা গিয়েছে ,দূর্গা পূজার পরে টেট পরীক্ষা নেওয়া হবে। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি। সরকার রাজ্যে শিক্ষক নিয়োগ করতে চলেছেন যা সত্যিই আবেদনকারীর কাছে খুব খুশির খবর। অনেক আবেদনকারী উপকৃত হবেন এই টেট পরীক্ষা হলে। পনেরো হাজার এর বেশি শিক্ষক নিয়োগ করা হবে।
দীর্ঘ দিন ধরে রাজ্যে টেট হয়নি এবং শিক্ষক নিয়োগ করা হয়নি এই নিয়ে আবেদনকারীদের মধ্যে একটা বড়ো প্রশ্ন ছিল কিন্তু এবার রাজ্যে সরকার টেট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই পরীক্ষায় যারা ২০১৭ সালে আবেদন করেছিলেন তাদের আর আবেদন করতে হবে না কিন্তু যারা ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আবেদন করেননি তারাই আবেদন করতে পারবেন। সকলেরই পরীক্ষা নেওয়া হবে।
দূর্গাপুজোর পর নেওয়া হবে এই পরীক্ষা তবে করোনা পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেটা নিয়েও যথেষ্ট চিন্তা রয়েছে। করোনা পরিস্থিতি যদি আরও জটিল হয়ে যায় তাহলে কিভাবে হবে পরীক্ষা। সে সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এর আগে ২০১৭ সালে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি ছাড়া হয়েছিল তারপর পরীক্ষা হয়েছিল। টেট পরীক্ষা হয়েছিল কিন্তু নিয়োগ নিয়ে অনেক প্রশ্ন ওঠে যার ফলে অনেক মামলা হয় হাই কোর্টে। তারপর থেকে রাজ্যে আর টেট হয়নি।
I am Avishek Roy from Kanchrapara 33.Siraj Mondal Road.Lichubagan.24-parganas.want to get this job.Education -B.com passed.