অনলাইন ডেস্ক,৩আগস্টঃ বর্তমান করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে দিন দিন সংক্রমণের পরিমান বেড়েই চলেছে, আর তাতে করেই করোনা সংক্রমণের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করতেই বেশকিছুদিন আগেই রাজ্য সরকারের তরফ থেকে সপ্তাহের দুদিন পুরোপুরি লকডাউনের নির্দেশিকা জারি করা হয়েছে, কিন্তু রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী আগামী ৫ই আগস্টও রাজ্যে লকডাউন রয়েছে। তবে সেই দিনেতেই অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর হতে চলেছে তাই সেই দিনে রাজ্যে লকডাউনকে উঠিয়ে দিতে হবে, এমনটাই দাবি করেন রাজ্য বিজেপির সভাপতি’ দিলীপ ঘোষ ‘।এর পরেই দিলীপ বাবু কড়া হুমকির সুরে জানান,”৫ই আগস্ট রাজ্যে লকডাউন থাকলে রাজ্য সরকারকে এর ফল ভুগতে হবে “।
দিলীপ ঘোষ বলেন, “৫ই আগস্ট লকডাউন তুলে নিয়ে অন্যদিন লকডাউন করুক সরকার,সেই দিনটি ভারতের ইতিহাসে একটি অন্যতম এবং একটি রাষ্ট্রীয় দিবস বলে মনে করা যায়।মানুষ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকে দেশের প্রধানমন্ত্রীর হাত দিয়ে রাম মন্দিরের ভিত্তি পূজো দেখবেন। আর সেই দিন যদি লকডাউন থাকে তাহলে সেই ঐতিহাসিক ক্ষনে বাংলার মানুষ সামিল হতে পারবেন না, আর সেটা হবে খুব দুঃখ্যের ঘটনা।তাই এই রাষ্ট্রীয় দিবসে যারা বাঁধার সৃষ্টি করবে তাদের কিন্তু মানুষ এতো সহজে ভুলে যাবে না। ”
রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যে লকডাউনের দিন ক্ষন গুলোকে পরিবর্তন করা হয়েছিল,বিভিন্ন ধর্মের অনুষ্ঠান গুলোর জন্যেই মুখ্যমন্ত্রী দিনক্ষণ গুলোকে পরিবর্তন করেন।পরবর্তীতে আগস্ট মাসের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ আগস্ট দিন গুলোতে লকডাউন ঘোষণা করা হয়।এর পরেই বিজেপি রাজ্য সভাপতি ৫আগস্ট দিনটিতে লকডাউনের ঘোষণাকে পরিবর্তনের দাবি করে এবং যদি রাম মন্দিরের ভিত্তি প্রস্তর দিনে লকডাউন না তোলা হয় “তাহলে তার ফল রাজ্য সরকারকে ভুগতে হবে “এমনটাই কড়া হুঁশিয়ার দেন দিলীপ ঘোষ। তবে দিলীপ ঘোষের মন্তব্যে এখনো রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি।