অভিনেত্রী শুভশ্রীকে ও রাজ চক্রবর্তীকে সকলেই চেনেন। তারা তাদের সমস্ত খুশির খবর ও দুঃখের খবর সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের জানান। তারা তাদের বিয়ের খবর থেকে শুরু করে রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণপদ চক্রবর্তীর প্রয়াণ এর খবরও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
বিবাহ এর পর রাজ শুভশ্রীর জুটি খুব জনপ্রিয়তা অর্জন করেছে। তাদের জুটিকে সকল দর্শক ভালোবেসেছে। রাজ শুভশ্রী তাদের বিবাহিত জীবনের অনেক আনন্দের মুহূর্ত এর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তারা তাদের জীবনের অনেক আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্যই সোশ্যাল মিডিয়ায় আনন্দের মুহূর্তের ছবি শেয়ার করতেন। শুভশ্রীর সাধ এর ছবিও শেয়ার করেছিলেন তারা।
সাধ খাওয়ার সময় শুভশ্রীর মুখে ছিল অসীম আনন্দ। মা হওয়ার সমস্ত আনন্দ তিনি উপভোগ করেছেন। তার পর তাদের ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান। ছেলের নাম রাখলেন ইউভান। ছেলেকে কোলে নিয়েও এই নতুন মা বাবা ছবি শেয়ার করেছেন।
ছোট্ট ইউভানকে শুধু মা বাবাই কোলে নেন নি তার দিদি এসেছিলো তাকে দেখতে তার কোলেও আদর খেয়েছে ছোট্ট ইউভান। এরপর রাজ শুধু তার সন্তানকেই আদর করেন নি রাজ বাবা হওয়ার আনন্দে শুভশ্রীর গালে চুমু খাচ্ছেন। মনের আনন্দে শুভশ্রীকে আদরে ভরিয়ে দিচ্ছেন রাজ। আর সেই আদর উপভোগ করছেন শুভশ্রী। শুভশ্রীর মুখে আনন্দের হাসি। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে সেই ছবি প্রায় ২৫ হাজার ভিউ হল।
এছাড়াও নার্সিংহোম এর সমস্ত ছবি শেয়ার করেছেন তারা। শুভশ্রী কিভাবে নার্সিংহোম এ দিন কাটাচ্ছেন সেই সব ছবি শেয়ার করেছেন। নার্সিংহোম এ ব্ল্যাক কফি খেয়ে দিন শুরু করছেন শুভশ্রী আবার কখনো ছোট্ট ইউভানকে কোলে নিয়ে দিন কাটাচ্ছেন। সেই সব ছবিই তিনি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।