বর্তমানে টলিউডের মধ্যে অন্যতম সেরা জুটি হলেন শুভশ্রী এবং রাজ। মঙ্গলবার রাতে শহরের একটি জনপ্রিয় নাইট ক্লাবে উপস্থিত ছিলেন তারা। জমিয়ে করেছেন পার্টি। বহুদিন গৃহবন্দি হয়ে থাকার পর অবশেষে সকলেই একটু মুক্তির স্বাদ নিতে চাইছেন।
শুভশ্রীর গ’র্ভাবস্থায় তিনি পুরোটাই ছিলেন বাড়িতে। কারণ একটাই মহামারী। তাই পুত্র সন্তানের জন্মের পর আস্তে আস্তে নিজেকে বহির্মুখী করে তুলতে চাইছে শুভশ্রী। ফিরে যেতে চাইছে রোজকার কর্ম ক্ষেত্রে।
মঙ্গলবার পার্টিতে শুভশ্রীর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি সদ্য মা হয়েছেন। অন্যদিকে পরিচালক রাজ চক্রবর্তী ছিলেন ধূসর রং’য়ের ব্লেজার পরে। রাজ এবং শুভশ্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা চক্রবর্তী, পার্নো মিত্র।
প্র’সঙ্গত উল্লেখ্য, সম্প্রতি সেক্সি মামা শুভশ্রীর নতুন লুক আসতে চলেছে বি’সমিল্লাহ নামে একটি ছবির পো’স্টারে। ইতিমধ্যেই সিনেমার শু’টিং শুরু হয়ে গেছে। আশা করা যায় আগামী বছর মুক্তি পাবে সিনেমা।