fbpx
Friday, July 23, 2021
Homeবিনোদন২১ শে পা দিতেই বিয়ের সম্বন্ধ এলো সুহানার, কে সেই পাত্র?

২১ শে পা দিতেই বিয়ের সম্বন্ধ এলো সুহানার, কে সেই পাত্র?

২১ শে পা দিতেই বিয়ের সম্বন্ধ এলো সুহানার, কে সেই পাত্র?

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের কন্যা সুহানা খান । নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশুনা করছেন । এর আগে তিনি ধিরুভাই আম্বানি ইনস্টিটিউশন থেকে পড়াশুনা করে ব্রিটেনের আর্দিংলে কলেজে পড়াশুনা করেছেন । অনুরাগীদের কাছে খুবই প্রিয় শাহরুখ কন্যা সুহানা । তার হট এবং স্টাইলিশ লুকে হাজার হাজার ছেলে পাগল । সোশ্যাল মিডিয়ায় ১৭ লক্ষ্যের ও বেশি ফলোয়ার রয়েছে এই স্টারকিডের ।

 

 

 

 

গত শনিবার ছিল সুহানার জন্মদিন । আর সেই জন্মদিন উপলক্ষে মেয়ের প্রতি অগাধ ভালোবাসা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন গৌরী খান । জন্মদিনের সেই পোস্টেই বিয়ের প্রস্তাব এলো মেয়ে সুহানার জন্যে । পোস্টের কমেন্টে বক্সে মা গৌরীর কাছে সুহানার হাত চাইলো সুহেব নামক এক যুবক । তিনি গৌরী খানকে ম্যাম বলে সম্বোধন করে বিয়ের প্রস্তাব রাখেন ।

 

 

 

যা ইতিমধ্যেই ভাইরাল হতে গেছে সোশ্যাল মিডিয়ায় । যুবক তার স্যালারি সম্পর্কে বলেন যে তিনি ১ লক্ষেরও বেশি স্যালারি পান । একুশ বছর বয়শের কন্যার জন্যে এই বিয়ের প্রস্তাব সুহানার পরিবারের ওপর কি প্রভাব ফেলেছে তা জানতেই উৎসুক অনুরাগীরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম