fbpx
Friday, July 30, 2021
Homeবিনোদনঅমিতাভ বচচনের নাতিকে একি বলল

অমিতাভ বচচনের নাতিকে একি বলল

আমিতাভ বচ্চন একনামে যাকে সবাই বলিউড এভেরগ্রীন বলে চিনে থাকে তার নাতীর হঠাৎই নতুন ইন্সতাগ্রাম অ্যাকাউন্ট খোলার খবর ইন্টারনেট দুনিয়াতে সারা জাগিয়ে তুলেছে। বিগ বি এর কন্যা স্বেতা বচ্চন নন্দার পুত্র অগস্ত নন্দ নতুন ইন্সতা অ্যাকাউন্ট খুলেছে সেই কথা সকল জায়েগাতেই শোনা যাচ্ছে বলে জানা যাচ্ছে আর খুব কম সময়ের মধ্যেই প্রচুর ফলোয়ার্সের মালিক হয়েছে সে।

সম্প্রতি সে অনেকগুলো ফটো তার অ্যাকাউন্ট এ শেয়ার করেছে স্ক্র্যাপবুকের মত কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। এই ছবিগুলোর মধ্যে তার ভাই বোন এবং কিছু বন্ধুদের ছবি রয়েছে। সব মিলিয়ে মোট ১২ টি ছবি রয়েছে এই স্ক্রাপবুক ইমেজ গুলিতে। যার মধ্যে একটি অবস্থা এবং নাব্য নন্দনের এর একটি ছেড়া ছবি। এই ছবির কমেন্ট সেকশনে নাব্য লিখেছেন যে, ও হ্যালো। বাকি ছবিগুলির মধ্যে একটিতে নাব্য অগস্তকে জিজ্ঞাসা করছে যে, সে বেশি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করছে কিনা!

আবার অন্য একটি পোস্টের ক্যাপশনে অগস্ত লেখা ছিল যে, আমি তাড়াহুরোয় বিশ্বাস করি। ভাগ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার উত্তরে নাব্য বলেছেন যে, হা হা,তুমি একদম সঠিক নিজে র ক্রিয়া গুলো ব্যাখ্যা করো।
এসব এর মধ্যে শাহরুখ কন্যা সুহানার কথা বলাবাহুল্য। অন্যদের মতো এই নতুন ইনস্টাগ্রাম একাউন্ট নজর এড়ায়নি শাহরুখকন্যা সুহানা খানের।সেক্ষেত্রে সুহানার একটি মন্তব্য সকলের নজর কেড়েছে। অবস্থার একটি ছবিতে সোহানা মন্তব্য করেছেন যে, আনফলোইন। ছবিতে অমিতাবাচনের নাতিকে একটি খোলা রাস্তায় বসে থাকতে দেখা যাচ্ছে। যদিও সোহানা ও অগস্ত বহু দিনের বন্ধু। কিন্তু তাও কেন এরকম মন্তব্য করলেন সোহানা তা বোঝা যাচ্ছে না।

সুহানার এই ধরনএর কমেন্ট যেন সকল মানুষের মনে আরো প্রশ্ন বাড়িয়ে তুলেছে এবং এই কারণে সকলের আরো নজর কেড়েছে। সুহানার এই বিতর্কিত মন্তব্যের পর এই ছবিগুলি আরো বেশি ভাইরাল হয়ে পড়েছে। মাত্র ক’দিন হয়েছে নতুন অ্যাকাউন্ট খুলেছেন অমিতাভ বচ্চনের নাতি। তার মধ্যেই তার অনুগামীরা সংখ্যা ছাড়িয়ে গেছে প্রায় ৫০ হাজার।প্রতিদিন তার শেয়ার করা ছবিগুলোতে পড়ছে প্রচুর পরিমাণে লাইক।আবার শুধু জানার বিষয় সুহানার ওই ধরণএর মন্তব্যএর কারণ,তাদের মধ্যে কি বেক্তিগত কোণো সমস্যা হয়েছে? সেটারই অপেক্ষায়ে আছে তাদের ফ্যানেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম