Home বিনোদন আত্মহত্যা নাকি খুন? খুব শীঘ্রই ফাঁস হতে চলেছে রহস্য

আত্মহত্যা নাকি খুন? খুব শীঘ্রই ফাঁস হতে চলেছে রহস্য

গত ১৪ জুন আত্মঘাতি হয়ে মারা যান বলিউড তারকা সুশান্ত সিং রাজপূত। তার মৃত্যুকে ঘিরে নানা রহস্য ঘিরে থাকায় তার মৃত্যুর বিচার এর দাবিতে তার অনুরাগীরা বিক্ষোভ জানায়। তার মৃত্যুকে ঘিরে ওঠে নানা অভিযোগ। তার মৃত্যু কে অনেকেই আত্মহত্যা বলে মানতে চাননি। অনেকেই বলেন তাকে খুন করা হয়েছে।

প্রথমে তার মৃত্যুর তদন্ত করছিলো মুম্বাই পুলিশ তারপর তার মৃত্যুর তদন্ত এর ভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। তারপর থেকে তার মৃত্যুকে ঘিরে উঠে আসতে থাকে নতুন নতুন তথ্য। তার মৃত্যুর জন্য অভিযোগ এর আঙ্গুল ওঠে বলিউড এর অনেক স্বজনপোষণদের ওপর।

তার মৃত্যুর জন্য তীব্র ভাবে অঙ্গুল ওঠে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর ওপর। এরপর সুশান্ত এর মৃত্যুর তদন্তে যুক্ত হয় ইডি ও এনসিবি। যদিও তারপর রিয়া চক্রবর্তী ও রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী সহ আরও কয়েকজনকে দায়ী করা হয় মাদক দ্রব্যের সাথে যুক্ত থাকার কারণে। তারপর থেকে নানা তথ্য উঠে আসতে থাকে একে একে।

সূত্রে খবর , গত সোমবার সুশান্ত এর ভিসেরা রিপোর্ট পরীক্ষা করে দেখবেন এইমসের চিকিৎসকরা। এইমসের চিকিৎসক দের প্রধান সুধীর গুপ্তা এই রিপোর্ট সিবিআই এর হাতে তুলে দিবেন। এইমসের চিকিৎসকরা দেখা করবেন সিবিআই দের সাথে আগামী সপ্তাহে।

আগামী ২০ সেপ্টেম্বর জানা যাবে সুশান্ত এর মৃত্যুর আসল রহস্য। এই রিপোর্ট আসলে জানা যাবে সুশান্ত আত্মহত্যা করেছিল নাকি খুন হয়েছিল। এছাড়া সুশান্ত এর ময়নাতদন্তের রিপোর্ট এ সুশান্ত এর মৃত্যুর সঠিক সময় উল্লেখ করা নেই কোনো সে বিষয়েও শুরু হয়েছে তদন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম