করোনা পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রেও হয়েছে নানা পরিবর্তন। স্কুল কলেজ সব বন্ধ চলছে অনলাইন ক্লাস। এই পরিস্থিতিতে কলকাতা আশুতোষ কলেজের ভর্তি অনলাইন এ আবেদন এর মাধ্যমে চলছে। সেই অনলাইন ভর্তি কে ঘিরেই কলকাতা আশুতোষ কলেজে দেখা দিল এক নতুন ঘটনা।
কলকাতা আশুতোষ কলেজে ইংরেজি নিয়ে পরার জন্য অনলাইন এ আবেদন করেছেন এবছর উচ্চ মাধ্যমিক এ পাশ করা এক ছাত্রী। তার রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬ তিনি সব বিষয়েই ১০০ তে ১০০ পেয়েছেন। তাই স্বাভাবিক ভাবেই মেধা তালিকায় নাম উঠেছে ওই ছাত্রীর। তবে ছাত্রীর নাম শুনলে সবাই অবাক হয়ে যাচ্ছে। ছাত্রীর নাম সানি লিওন। অভিনেত্রী সানি লিওন।
মেধা তালিকায় সানি লিওন এর নাম শুনে সকলেই অবাক হয়ে যায়। এই নাম কে ঘিরেই ওঠে নানা প্রশ্ন। সত্যিই কি সানি লিওন ইংরেজি নিয়ে পরার জন্য কলকাতা আশুতোষ কলেজে অনলাইন আবেদন করেছে ? তবে পরে সব দিক দেখে যা বোঝা যাচ্ছে সম্ভবত কেউ অনলাইন আবেদন এর নিয়মটির সুযোগ নিয়ে কেউ বদমাইশি করেছে। সানি লিওন এর নাম নিয়ে কেউ আবেদিও মেধা তালিকায় সানি লিওন এর নাম উঠে আসার পর নানা বিতর্ক শুরু হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ মেধা তালিকা থেকে নাম সরিয়ে দেয়। তবুও কলেজ কর্তৃপক্ষ এর নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কেন কলেজ কর্তৃপক্ষ আবেদন কারীর সমস্ত টা না দেখেই আবেদন গ্রহণ করেছেন ? তবে সানি লিওন এর নাম করে কে এমন টা করলো আর কেনই বা করলো ? “তবে সানি লিওন এর নামে আবেদন কারীরা মার্কশিট ভেরিফাই করলেই উঠে আসবে সব তথ্য ” একথা সংবাদ মাধ্যমের জানালেন আশুতোষ কলেজের ভাইস প্রিন্সিপাল অপূর্ব রায়।