মালদা, ১৭ জুলাইঃ পশ্চিম বঙ্গের চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিকের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অন্যান্য জেলার মতো মালদায় ও কৃতি ছাত্র ছাত্রী রয়েছে তবে তাক লাগিয়েছেন মালদার মালদা গার্লস হাই স্কুল এর যমজ শিক্ষার্থী।
পেশায় সরকারি কর্মী প্রণব ঘোষ দস্তিদার এর দুই যমজ কন্যা প্রাপ্তি ও প্রিচি ঘোষ দস্তিদার এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন । ফলাফল প্রকাশ হবার পর ইন্টারনেটে তার দেখতে পান তারা দুজনেই ৫৩৮ করে নম্বর পেয়েছেন। এতে তাদের পরিবার থেকে পারা প্রতিবেশী সবাই হতোবাক।
মালদা শহরের সিঙ্গাতলায় তাদের বাড়ি। দুই বোনের মধ্যে মিল বরাবরই তবে তা যে পরীক্ষার নম্বরে হবে এটা কেউ আসা করে নি। তাদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারাও অবাক এই ঘটনায়। মূলত তারা এক ই স্কুলে পড়াশোনা করেছে এবং তাদের পরীক্ষার সিট পড়েছিল মালদা শহরের বাঁশ বাড়ি এলাকার কৃষ্ণ মোহন বালিকা বিদ্যালয়ে। সেখানে তারা দুটি আলাদা কক্ষে পরীক্ষা দিয়েছিলেন। কাকতলীয় ভাবে তাদের নম্বর এক হয়েগেছে।
কৃতি শিক্ষার্থী প্রাপ্তি ও প্রীচী কে জিজ্ঞেস করা হলে তারা জানান তাদের মনের মিল থেকেই তাদের নম্বর এক হয়েছে। তারা আলাদা আলাদা কক্ষে পরিক্ষা দিয়েছিলেন । এতেই বোঝা যায় তাদের মধ্যেও আন্তরিকতা কত টা।