Home বিনোদন আকুল মনে গাইছেন 'হে কৃষ্ণ গোবিন্দ', সুশান্তের পুরোনো ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

আকুল মনে গাইছেন ‘হে কৃষ্ণ গোবিন্দ’, সুশান্তের পুরোনো ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

গত মাসের 14 জুন বলিউড এর তারকা সুশান্ত সিং রাজপূত আত্মঘাতি হয়ে মারা যান। তার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন তার অনুরাগীরা। এখনও সকলের কাছে তার মৃত্যুর কারণ অজানা। এত অল্প বয়সে এইরকম ভাবে তার মৃত্যু কেউ মেনে নিতে পারছেনা। যদিও তার মৃত্যু নিয়ে অনেক রহস্য জড়িয়ে আছে। অনেকেই তার মৃত্যু কে আত্মহত্যা বলে মেনে নেন নি অনেকের মতে তাকে খুন করা হয়েছে। তার মৃত্যুর পর থেকেই নানান তথ্য উঠে আসছে তার মৃত্যুর রহস্য কে কেন্দ্র করে। তারপর তার মৃত্যুর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই এর হাতে।

বলিউড এ নেপোটিজম বিতর্ক সামনে এসেছে তার মৃত্যুর জন্য। এই নেপোটিজম এর সাথে জড়িয়ে গেছে বলিউড এর বিভিন্ন হেভি ওয়েট দের নাম। বয়কট ষ্টার কিড এই রব উঠেছে সোশ্যাল মিডিয়াতে। তবে এই রব একদিন থেমে যাবে সবকিছুই একদিন স্বাভাবিক হয়ে যাবে শুধু ফিরে আসবে না সুশান্ত। তার মৃত্যুর পর থেকেই তার জীবিত সময়ের নানান ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আর তার সেই সব ভিডিও দেখে তার অনুরাগীরা আরও শোকাহত হয়ে পড়ছেন। তারা এই মানুষটাকে এইভাবে হারিয়ে ফেললেন।

সুশান্তএর সাধারণ মানুষের সাথে করা আচরণ , বৃদ্ধাশ্রম এ করা আচরণ তার স্বভাব এর মাধুর্যতা ও তার উদার মনের পরিচয় দেয়।এইবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল তার আরও একটি ভিডিও। যে ভিডিও তে দেখা যাচ্ছে সুশান্ত ভগবানের আরাধনাতে মগ্ন। তিনি হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি গানটি গাইছেন। তার গানের গলা ছিল অসাধারণ। বড়ো বড়ো গানের শিল্পীরা তার গানের গলার প্রশংসা করেছেন। তিনি অনেক প্রতিভার অধিকারী ছিলেন। তার সব প্রতিভার মধ্যে গানের গলাও একটি বিশেষ প্রতিভা। ভিডিওটিতে দেখা যাচ্ছে সুশান্ত ভীষণ সাধারণ একটি পোশাক পরে ভগবানের গান গাইছেন। সুশান্ত স্বাভাবিক জীবন যাপন করতেই ভালোবাসতেন। হাফপ্যান্ট ও কালো গেঞ্জি পরে ভগবানের গান গাইছেন।তিনি যে ভগবানের ভক্ত ছিলেন তা এই গানের মাধ্যমে প্রকাশ পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম