fbpx
Saturday, June 19, 2021
Homeবিনোদনসুশান্ত সিং রাজপুতের মনোবিদের কথায় চাঞ্চল্যকর তথ্যের হদিশ!

সুশান্ত সিং রাজপুতের মনোবিদের কথায় চাঞ্চল্যকর তথ্যের হদিশ!

দৈনিক ডেস্ক,১৮ই জুলাই:- বলিউডের সুপারস্টার সুশান্তের মৃত্যুতে একাধিকবার বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে,তার মৃত্যুর ১মাসের বেশি সময় হয়ে গেলেও তার সমর্থকদের মধ্যে এখনো, তার মৃত্যুকে মেনে নিতে পারছেন না অনেকেই।তার মৃত্যুকে আত্মহত্যা মেনে নিতে পারছেন না তার সমর্থকেরা।সুশান্তের মৃত্যু নিয়ে একাধিকবার সিবিআই তদন্ত চাইলেও তবে এখনো মুম্বাই পুলিশের তরফ থেকে তদন্ত চালু রাখা হয়েছে।

গত শুক্রবারে মুম্বাই পুলিশের কর্তারা সুশান্তের সাইকিয়াটিস্ট করসি চাবড়াকে জেরা করে বলে খবর।এর আগে মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল,মৃত্যুর ৬ মাস আগের থেকেই ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন সুশান্ত, আর এর মধ্যেই যুক্ত রয়েছেন মুম্বাই এর এক মনোরোগ বিশেষজ্ঞও। আরও খবর পাওয়া যায়, এইদিন বিখ্যাত পরিচালক আদিত্য চোপড়াকেও জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ।

সূত্র মারফত খবর,আরও এক চিকিৎসক কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে তার নাম প্রকাশ করা হয়নি।পুলিশের জেরার পর জানা গিয়েছে,গত বছর মানসিক বিভিন্ন সমস্যার দরুন সুশান্ত ৫ জন মনোরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে ছিলেন এমনকি গত বছর অক্টোবর মাসে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। রাতে ঠিক মতো ঘুমোতেও পারতেন না তিনি এমনকি যেকোনো বিষয় নিয়ে তিনি সন্দেহ জনক ভাবে চিন্তা ভাবনা করতেন, ডাক্তারদের মতে তিনি ট্রমা, ডিপ্রেশন এবং বিভিন্ন টেনশনে ভুগছিলেন।

ডাক্তারের সাথে আলোচনায় তার বান্ধবী রিয়া চক্রবর্তীও যেতেন।সুশান্তের বিষয়ে বেশ কিছু আরও তথ্য উঠে এসেছে মনোবিদদের জেরার পরে, তবে সেই বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে বিশদ কিছু জানানো হয়নি।তবে সুশান্তের পরিবারের সাথেও পুলিশ আবারো কিছু জিজ্ঞাসাবাদ করতে তার বাড়ি যেতে পারে বলে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম