সুশান্ত সিং মৃত্যুর ঘটনা গোটা দেশবাসীকেই মর্মাহত করেছে।সুশান্তের মৃত্যুর কারন হিসাবে সুশান্ত সিং রাজপুতের বাবা তার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়া, মানসিক অত্যাচারের অভিযোগ এনেছিলেন।এর পরেই তদন্তের পর মাদকচক্র যোগের জন্য রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয় এবং একমাস সময় অবধি রিয়া চক্রবর্তীকে জেল হেফাজতেও রাখা হয়।
এর পরেই ১ মাসের কারাবাসের পর জেল থেকে জামিনে বেরিয়ে রিয়া পাল্টা পদক্ষেপ নিলেন সুশান্তের পরিবারের বিরুদ্ধে।জানা গিয়েছে রিয়া চক্রবর্তী সুশান্তের দুই দিদির বিরুদ্ধে নিষিদ্ধ ওষুধ খাওয়ানোর জন্যে অভিযোগ করেছেন এমনকি সুশান্তের দুই দিদির বিরুদ্ধে এফআইআর দায়েরও করেছেন।রিয়া চক্রবর্তী আরও অভিযোগ করেন,জাল প্রেসক্রিপশন তৈরি করে সুশান্তকে তার দুই দিদি নিষিদ্ধ ওষুধ খাইয়েছিলেন।