fbpx
Sunday, August 1, 2021
Homeনতুন খবরসুশান্ত মামলায় সালমান এবং আরবাজ খানের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই দোষারোপ করলে মিলবে...

সুশান্ত মামলায় সালমান এবং আরবাজ খানের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই দোষারোপ করলে মিলবে শাস্তি, নির্দেশ দিল আদালত

বলিউড তারকা সুশান্ত সিং রাজপূত এর আত্মঘাতি হয়ে মারা যাওয়ার পর ও সুশান্ত এর প্রাক্তন ম্যানেজার দিশা সালিযানের মৃত্যুর পর তাদের মৃত্যুর জন্য অভিযোগের আঙ্গুল উঠেছে আরবাজ খান ও তার পরিবারের দিকে। আরবাজ খান ও তার পরিবারকে নানাভাবে অভিযুক্ত করা হয়। তার পরিবারের অন্যতম সদস্য হলেন সালমান খান। সুশান্ত এর মৃত্যুর পর থেকেই চলছে সুশান্ত এর মৃত্যুর তদন্ত।

প্রথমে মুম্বাই পুলিশ তদন্তের কাজ করছিলেন তারপর সেই দায়িত্ব নেন সিবিআই ও এনসিবির অধিকারীরা। সুশান্ত এর ম্যানেজার দিশার মৃত্যু নিয়েও অনেক অভিযোগ উঠেছে।

দিশার মৃত্যুর নিয়ে যে সব গুজব ও ভুয়ো খবর রটেছে তার শিকার হয়েছিল সালমান খান ও আরবাজ খান। এই কারণে আরবাজ খান রেগে গিয়ে আদালতে গিয়ে মানহানির মামলা করলেন। তার মামলার জন্য বোম্বের দেওয়ানি আদালত কড়া নির্দেশ দিলেন।

বিচারপতি জানালেন কারও বিরুদ্ধে ভুয়ো খবর রটানো যাবে না। একাধিক অভিযুক্ত এর বিরুদ্ধে নালিশ জানিয়েছেন আরবাজ খান। নানা গুজব ও ভুয়ো খবর এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আদালতে যান।

এই আবেদন এর প্রেক্ষিতে দাওয়ানি আদালতের বিচারপতি ভি ভি বিদ্যান জানান , আরবাজ খান ও তার পরিবারের বিরুদ্ধে কোনো সঠিক প্রমান না পাওয়া পযন্ত এইরকম কোনো ভুয়ো খবর রটানো যাবে না। সোশ্যাল মিডিয়া থেকে এই ধরণের ভুয়ো খবর গুজব সরিয়ে ফেলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম