fbpx
Friday, July 30, 2021
Homeবিনোদনসুশান্তের দেহ গাড়িতে তোলার পরও তিনি বেঁচেছিলেন! চাঞ্চল্যকর তথ্য দিল অ্যাম্বুলেন্স ড্রাইভার

সুশান্তের দেহ গাড়িতে তোলার পরও তিনি বেঁচেছিলেন! চাঞ্চল্যকর তথ্য দিল অ্যাম্বুলেন্স ড্রাইভার

সুশান্ত সিং রাজপুতের মৃত দেহ উদ্ধার করে পুলিশ, এর পর সুশান্তের দেহটিকে একটি অ্যাম্বুলেন্সে করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়।সম্প্রতি সেই গাড়ির একজন কর্মী সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে জানায়, সেই কর্মী দাবি করে,সুশান্তের দেহ যখন তার সামনে আসে তখন তার দেহ হলুদ হয়ে গিয়েছিলো। কিন্তু এর পরেই সকলকে তাক লাগিয়ে দেওয়া একটি দাবি করে সেই অ্যাম্বুলেন্সকর্মী,সেখান তিনি বলেন অ্যাম্বুলেন্সে তোলার পরেও সুশান্ত জীবিত ছিলেন।

অ্যাম্বুলেন্স চালক অক্ষয় ভান্ডগর একটি চ্যানেলে বলেন,সেই দিন যারা সুশান্তের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্যে তাকে ফোন করেছিল, তারা তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করেছিল,অ্যাম্বুলেন্সে তোলার সময় সুশান্ত জীবিত ছিল দাবি সেই অ্যাম্বুলেন্স কর্মীর। এছাড়াও অ্যাম্বুলেন্স কর্মী বলে, সুশান্তের গোটা দেহ হলুদ বর্ণের ছিল, সাধারণত আত্মহত্যার ঘটনায় মৃতের শরীর হলুদ বর্ণের হবেনা।অ্যাম্বুলেন্স চালকের প্রশ্ন,” যে মানুষ আত্মহত্যা করেছেন তার পা মোড়া থাকবে কেন?”এমনকি পায়ের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নের কথাও জানায় সেই অ্যাম্বুলেন্স কর্মী। ওই অ্যাম্বুলেন্স কর্মী জানায়,এছাড়াও সুশান্তের দেহ রেখে আসার পর থেকেই একাধিকবার তার ফোনে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়েছে এই কথাটা তিনি মুম্বাই পুলিশের কর্তাদেরও জানায় বলে জানা গিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম