অনলাইন ডেস্ক,২৬জুলাইঃ সেলফি’বর্তমান যুব সমাজ থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক অনেকেরই পছন্দের চিত্র তোলার এক অন্যতম পদ্ধতি।বর্তমানে বেশ কিছু সময়তেই এই সেলফির দিকে আকর্ষণে অনেকেই নিজের জীবনকে বিপদে ফেলে দিয়েছে, একাধিক বার সেলফি নিতে গিয়ে মৃত্যুর ঘটনাও চোখে এসেছে।তাই সেলফি নিতে ঝুঁকিপূর্ণ কাজ এখন আর কোনো নতুন কিছু নয়।সোসাল মিডিয়াতে ফেইসবুক,ইনস্টাগ্রাম শেয়ার এবং অধিক লাইকের লোভে অনেকেই কান্ড জ্ঞান হারিয়ে নিজেদের জীবনকে বিপদে ফেলতেও পিছপা হয় না।ঠিক এমনটাই ঘটনা ঘটে মধ্যপ্রদেশের পেঞ্জ নদীতে।
লকডাউনে কাজ কর্মহীন জীবনে সকলেই বেশ কয়েকমাস ঘরে থেকে অনেকটাই একঘেয়ামি পানায় ভুগছেন। তাই বেশ কয়েকদিন ঘরে বদ্ধ অবস্থায় থেকে ৬জন কলেজ ছাত্রী নদীর ধারে গিয়ে বনভোজের পরিকল্পনা করে। এর পরেই তাদের পরিকল্পনা মাফিক তারা পেঞ্জ নদীর ধারে বনভোজে যায়।এর পরেই তাদের মধ্যে দুজনের মনে সেলফি তোলার ইচ্ছে জাগে, কিন্তু সেলফির জন্যে নদীর মাঝে থাকা একটি পাথরকে বেছেনেয় তারা। এর পরেই নদীর জলের স্রোতকে উপেক্ষা করে যেমন তেমন ভাবে সেই পাথরটিতে পৌঁছয় তারা।
কিন্তু বেশ কিছুক্ষন সেলফি তোলার পরেই হটাৎই তারা দেখতে পান জলের স্রোত বাড়তে চলেছে, বিপদের মুখে পরে যায় ওই দুই যুবতী পরে সাহায্যের জন্যে বাকি বন্ধুদের উদ্দেশ্যে ডাকাডাকি শুরু করে।এর পরেই বিপদের গন্ধ পেয়ে বাকি ৪জন পুলিশকে খবর দেয়।
সেই খবর পেয়ে সাথে সাথেই ঘটনা স্থলে এসে পরে পুলিশকর্মীরা এবং সাথেই উদ্ধারকার্যে এগিয়ে আসে সাধারণ কিছু গ্রামের মানুষও। পুলিশ কর্মীরা জলে নামে এর পরে আসতে আসতে জলের গতিবেগকে বুঝে নদী পার করে তারা কিন্তু যুবতীদের নিয়ে ফেরার পথেই জলের গতি বেগের কাছে সামান্য বিপদেও পরে কিন্তু শেষ মেশ তাদের উদ্ধারকার্যে সফল হন পুলিশকর্মীরা।