fbpx
Friday, July 30, 2021
Homeরাজনীতি'চা' প্রেমি দিলীপ ঘোষ, রাজনীতির ফাঁকে তার পছন্দ সেই চায়ের আড্ডা

‘চা’ প্রেমি দিলীপ ঘোষ, রাজনীতির ফাঁকে তার পছন্দ সেই চায়ের আড্ডা

মালদা, নিজস্ব সংবাদদাতা: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সকাল সকাল প্রাতঃভ্রমণ আর তার সাথেই হালকা মেজাজে চায়ের আড্ডা যেনো তার খুব পছন্দ।এইদিনেও ঠিক একই চিত্র লক্ষ্য পরে।আজ সকালে উত্তর দিনাজপুরে ফিরে যাবার পথে, মালদা জেলার ইংরেজ বাজার পুরো এলাকার টাউন হলের সামনে তার রোজকার প্রাতঃভ্রমণ সারলেন তিনি।এর পরেই এইদিন সকালে প্রাতঃভ্রমণের সাথেই তিনি চায়ের আড্ডাটাও সেড়ে নিলেন।

সোমবার সকালে সংশ্লিষ্ঠ এলাকায় একটি চায়ের দোকানে এইদিন চায়ের আড্ডায় আবারও দেখা গেলো বিজেপির রাজ্য সভাপতিকে।এর পরেই সাংবাদিকদের দিলীপ বাবু জানান, পথ চলতি জনগনের সাথে যোগাযোগের জন্যেই এই চায়ের আড্ডা।দিলীপ বাবু আরও বলেন,রাজ্যের শাসক দলের চোখ রাঙানির জন্যে রাজ্যে সাংগঠনিক শক্তি কমেছে বলে তিনি জানান, তাতে করে রাজ্যে সংখ্যালঘু এলাকা গুলোতে এখনো সাংগঠনিক বুথ কমিটি গঠন করতে পারেনি বিজেপি তবে সেই বিষয়েও চেষ্টা চালানো হচ্ছে।এইদিন করোনা সংক্রমনে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন করেছেন দিলীপ বাবু।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম