fbpx
Sunday, August 1, 2021
Homeচাকরির সন্ধান৮০০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! TET পাশ না করা থাকলেও আবেদনের যোগ্য

৮০০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! TET পাশ না করা থাকলেও আবেদনের যোগ্য

করোনা পরবর্তীতে আর্মি পাবলিক স্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি। ৮০০০ জন শিক্ষক নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি করলো। মোট ১৩৭ টি স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। ১ অক্টোবর থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন চলবে আগামী ২০ অক্টোবর বিকাল ৫ টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থী টেট পাশ না করা থাকলেও আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীরা স্কুলের তালিকা , বিষয় সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে লগ ইন করতে awesindia.com ওয়েবসাইডে। এই আবেদন এর জন্য নতুন ও অভিজ্ঞ উভয় প্রার্থী সুযোগ পাবেন।

নতুন প্রার্থীদের জন্য বয়সের উর্ধসীমা হবে ৪০ বছর। এবং অভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়সের উর্ধসীমা ৫৭ বছর। অনলাইন স্কিনিং টেস্ট এ বসার জন্য CTET বা TET বাধ্যতামূলক নয়। পোস্ট গ্রাজুয়েটেড টিচার পদে আবেদন এর জন্য প্রার্থীকে স্নাতকত্তর ৫০% নম্বর নিয়ে পাশ করা থাকতে হবে। এছাড়া B. ED এ ৫০ % নম্বর থাকতে হবে।

ট্রেনড গ্রাজুয়েট পদের আবেদন করার জন্য আবেদন কারীর স্নাতক এ ৫০% নম্বর থাকতে হবে। এছাড়া B. ED এ ৫০% নম্বর থাকতে হবে। প্রাইমারি ট্রেনড টিচার পদে আবেদন এর জন্য আবেদনকারীর ৫০% নম্বর থাকতে হবে স্নাতক এ। এছাড়া B. ED ডিগ্রি করা থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীরা তাড়াতাড়ি আবেদন করুন। পরীক্ষা অনলাইনে হবে ২১ নভেম্বর ও ২২ নভেম্বর। জানানো হয়েছে , সম্ভবত এই পরীক্ষার ফল প্রকাশিত হবে ২ ডিসেম্বর।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম