Home নতুন খবর প্রেমিকের যৌন খিদে মিটাতে নিজের ১৪ বছরের মেয়ে'কে ঠেলে দিতেন মা

প্রেমিকের যৌন খিদে মিটাতে নিজের ১৪ বছরের মেয়ে’কে ঠেলে দিতেন মা

‘মা’ যার নেই সেই বুঝে মা’র মূল্য। পৃথিবীতে মা ছাড়া আপন আর কেউই নেই। নিজের সন্তান যতই খারাপ হোক নিজের সন্তানকে মা কখনও ফেলে দিতে পারেনা। কিন্তু সেই মা’ই যদি নিজের সন্তানের ধ্বংসের কারণ হয় তাহলে সমাজ কোন দিকে এগোবে!

এমনই এক ঘটনা সামনে এল। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। প্রেমিকের আবদার মেটাতে মা তার ১৪বছরের মেয়েকে প্রেমিকের কাছে ঠেলে দিত। আর প্রেমিক সেই সুযোগ নিয়ে ইচ্ছে মত দিনের পর দিন যৌন খিদে মিটাত।

জানা যায় কয়েক বছর আগেই স্বামীর সাথে ডিভোর্স হয়। পরে শেখর নামের এক ব্যক্তির সঙ্গে প্রেম শুরু হয়। সম্পর্ক চলা কালিন প্রেমিকের নজর পরে তার মেয়ের দিকে। বিষয়টি জানাজানি হওয়ার পর মেয়ের মা সবকিছু ধামাচাপা দিতে চাইলেও ঘটনাটি পরে প্রকাশ্যে আসে।

সম্পুর্ণ বিষয়টি পরে মেয়ের মামাকে খুলে বলে। অবশেষে মেয়ের মামা বাড়ি থেকে দুজনের নামেই মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মামলা দায় করার পর প্রসবের জালায় এক সরকারি হাসপাতালে এক সন্তানের জন্ম দেয় ওই কিশোরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম