Home বিনোদন নোরাকে কোলে তুলে নিজের প্রেম নিবেদন করলেন টেরেন্স লুইস

নোরাকে কোলে তুলে নিজের প্রেম নিবেদন করলেন টেরেন্স লুইস

নোরা ফতেহিকে সকলেই চেনেন। টাইগারস অফ দা সুন্দরবন চলচ্চিত্র এ অভিনয় করেছিলেন নোরা ফাতেহি। অভিনেত্রী ও গায়িকা হিসেবে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। টাইগারস অফ দা সুন্দরবন চলচ্চিত্র এর মাধ্যমে তিনি প্রথম দর্শকের সামনে নিজেকে ধরা দিলেন। নোরা ফাতেহিকে সকলেই চেনেন। ২০১৫ সালে বিগ বস এও দেখা গিয়েছিলো নোরা ফাতেহিকে। গায়িকা ও অভিনেত্রী ছাড়াও তার আরও একটি প্রতিভার পরিচয় রয়েছে তিনি কানাডিযান নৃত্যশিল্পী ও মডেল হিসেবেও পরিচিত। সোশ্যাল মিডিয়ায় নোরা ফাতেহি প্রায় ভাইরাল হয়ে চলেছে। সোশ্যাল মিডিয়ায় নোরা ফাতেহি নানা রকমের ভিডিও পোস্ট করেন আর মুহূর্তে সেইসব ভিডিও ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়।

কিছু দিন আগে একটি ভিডিওতে দেখা গেছে নোরা লাল রঙের ড্রেস পরে বেলি ডান্স করছেন। নিমেষেই সেই বেলি ডান্স এর ভিডিওটি ভাইরাল হয়েছিল তার। তার নাচের ভিডিও গুলো মন জয় করে নেয় নেট জনতার। ইন্ডিয়াস বেস্ট ডান্সার রিয়েলিটি এর শো তে বিচারক হিসেবে রয়েছেন নোরা। আর সেই শো তে নোরার সাথে টেরেন্স এর আরও একটি ঘটনার ভিডিও ফের ভাইরাল হল।

ভিডিওটিতে দেখা যাচ্ছে টেরেন্স ও নোরা ” পাহেলা পেহেলা প্যার হ্যায় ” গানের নাচ করছেন। তারা এই গানের নাচ করে দর্শকের মন জয় করে নিয়েছেন। আর সেই শো তেই নোরাকে ভালোবাসার কথা জানালেন টেরেন্স। টেরেন্স নোরাকে প্রেম নিবেদন করলেন এবং তারপর নোরাকে কোলে তুলে নিলেন। টেরেন্স এর এই কান্ড দেখে রীতিমতো অবাক নোরা সহ সকল দর্শকেরা। ইন্ডিয়াস বেস্ট ডান্সার রিয়েলিটি এর শো তে বিচারক হিসেবে রয়েছেন নোরা ফাতেহি। ইন্ডিয়াস বেস্ট ডান্সার রিয়েলিটি শো এর বিচারক মালাইকা আরোরার অসুস্থতার কারণে নোরা তার পরিবর্তে ইন্ডিয়াস বেস্ট ডান্সার রিয়েলিটি শো তে বিচারক হিসেবে ছিলেন। কিছু দিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে ভিডিওটিতে দেখা গিয়েছে নোরার নিতম্বতে হাত দিয়েছেন টেরেন্স। এই নিয়ে রীতিমতো নানা বিতর্ক শুরু হয়েছিল কিন্তু পরে টেরেন্স জানান যে সেটা তার অনিচ্ছাকৃত ভাবে ঘটেছে তারপর সেই বিতর্ক থেমেছে। ফের আবার টেরেন্স এর নোরার প্রতি প্রেম নিবেদন এর ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে তাদের নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম