fbpx
Friday, July 30, 2021
Homeদেশবাডগামে এনইউন্টারে দুই জেএম সন্ত্রাসবাদী নিহত

বাডগামে এনইউন্টারে দুই জেএম সন্ত্রাসবাদী নিহত

বুধবার জম্মু ও কাশ্মীরের বাডগামের আরিবাগ মাচামা এলাকায় মঙ্গলবার শুরু হওয়া এক লড়াইয়ে জাইশ -ই-মোহাম্মদ (জেএম) দুই সন্ত্রাসী নিহত হয়েছেন।

কাশ্মীরের আইজি বিজয় কুমার, বাডগাম এনকাউন্টারে সম্পর্কে বলেন “একজন সুরক্ষা বাহিনীর সদস্য আহত হয়েছেন এবং দু’জন সন্ত্রাসী মারা গেছে। উভয় সন্ত্রাসীরাই জাইশ -ই-মোহাম্মদ সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যুক্ত ছিল। তাদের একজন পাকিস্তানের নাগরিক ছিলেন এবং অপরজন পুলওয়ামা জেলার বাসিন্দা ছিলেন।

মঙ্গলবার সুরক্ষা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বাডগামের সংঘর্ষ শুরু হয় এবং সেনাবাহিনী বাডগাম জেলার মোয়াছওয়াহ এলাকায় একটি কর্ডোন ও অনুসন্ধান অভিযান শুরু করে।

একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা এই ঘটনা সম্পর্কে বলেন যে, দু’জন সন্ত্রাসীর লাশ পাওয়া গেছে এবং তৎপরতার সাথে চলা অনুসন্ধানে আরও একটি লাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে ।ওই অঞ্চলে শ্রীনগর পুলিশ, বুদগাম পুলিশ এবং সেনাবাহিনীর ৫০ রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দল তল্লাশি অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা তাদের উপর গুলি চালায়।এটি এই সপ্তাহের দ্বিতীয় ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম