fbpx
Friday, July 30, 2021
Homeভাইরাল খবরযৌন নির্যাতনের শিকার হয়েছিলে অভিনেত্রী, কি বললেন তিনি

যৌন নির্যাতনের শিকার হয়েছিলে অভিনেত্রী, কি বললেন তিনি

বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী প্রাচী দেশাই । বলিউডে আসার আগে ধারাবাহিকে কাজ করেছিলেন । সেখানে অসাধারণ অভিনয়ের পর তার বলিউডে পদার্পণ । বলিউডে বেশ কিছু সিনেমায় তিনি তার প্রতিভা তুলে ধরেছিলেন । কিন্তু খুব বেশি জনপ্রিয়তা তিনি অর্জন করতে পারেননি । এত দুর্দান্ত অভিনয়ের সত্ত্বেও কেনো তিনি উচ্চতায় পৌঁছতে পারেননি , সেই নিয়ে প্রশ্ন তো থেকেই যায় । আর সেই প্রশ্নেরই উত্তর আজ সকলের সামনে নিয়ে এলেন অভিনেত্রী ।

 

 

 

আজকাল প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় মেয়েরা শারীরিক হেনস্থার শিকার হচ্ছে । মেয়েদের সম্মান নিয়ে আজও চলছে খেলা । আর সেই সব কাহিনী ফুটে উঠছে ইনস্টাগ্রাম , ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার পেজে । ফিল্ম ইন্ডাস্ট্রি ও এর ব্যাতিক্রম নয় । ইন্ডাস্ট্রিতে আসা নতুন তারিকাদের প্রায়ই যৌণ নির্যাতনের শিকার হতে হয় । প্রাচী দেশাই ও এর বাইরে নন । অর্থাৎ যৌণ নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি ও । সম্প্রতি সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি তার জীবনের কিছু অন্ধকার পাতা জনসাধারণের সামনে তুলে ধরলে । ইন্ডাস্ট্রিতে পা রাখার পর পর ই তাকে ফোন করা হতো । কে ফোন করতেন সে বিষয়ে অভিনেত্রী স্পষ্ট করে কারো নাম মুখে নেননি । তবে শুধু এতটুকুই বলেছেন যে , তিনি ইন্ডাস্ট্রির ই কোনো এক পরিচালক । একবার দুবার নয় , বার বার বেড শেয়ার করার প্রস্তাব তার কাছে দেওয়া হতো ।

 

 

 

পরিবর্তে ইন্ডাস্ট্রির বড়ো বড়ো কাজের অংশ বানানোর প্রতিশ্রুতি দেওয়া হতো । কিন্তু তিনি কখনো এই প্রস্তাবে রাজি হননি । নিজের সম্মান হারিয়ে কেরিয়ার গড়ার পক্ষপাতী তিনি কোনোদিনই বলছিলেন না । তিনি বলেছেন , তিনি তার কেরিয়ার এর উচ্চতার শিখরে পৌঁছতে পারেনি এমনটা নয় , বরং আসল কথা হলো তাকে পৌঁছতে দেওয়া হয়নি । বর্তমানে কিছু ওয়েব সিরিজে অভিনেত্রীকে দেখা যায় । যেহেতু অভিনেত্রী পশুদের খুব ভালোবাসেন তাই সবশেষে তিনি বললেন ভবিষ্যতে পশুদের নিয়ে কিছু করার ইচ্ছে আছে তার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম