fbpx
Sunday, August 1, 2021
Homeরাজ্যলাল সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর, রাজ্যে অতিভারী বৃষ্টিপাত সম্ভাবনা

লাল সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর, রাজ্যে অতিভারী বৃষ্টিপাত সম্ভাবনা

দৈনিক ডেস্ক: উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে আগামী ৪৮ ঘন্টা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সোমবার পূর্বাভাস দিয়ে হুঁশিয়ারি দিলো আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির জলে ভাসবে উত্তরের অনেক জেলা। এর পাশাপাশি সোমবার ও মঙ্গলবার দক্ষিণেও অনেক জেলায় ভালোরকম বৃষ্টিপাত হবে বলে জানান আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের প্রভাবে পাহাড়ি নদীগুলির জলস্তর বিপদ সীমা লঙ্ঘন করতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ফলাফল স্বরূপ, জনজীবনে নেমে আসতে পারে বিপর্যয়। আসাম, মেঘালয় প্রভৃতি ভিন রাজ্য গুলিতেও ব্যাপক পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা। সিকিম জুড়েও হবে বৃষ্টিপাত। সিকিম ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় নামতে পারে ধ্বস, হতে পারে পরিবহণ ব্যবস্থার অবনতি। উত্তরবঙ্গের সমতল ভাগে মিলতে পারে প্লাবনের সাক্ষাত।

একইসঙ্গে আগামী চার-পাঁচদিন নদীর জল হু হু করে বাড়তে থাকবে বলে মনে করা হয়। মৌসুমী জলবায়ুর পূর্বাংশ আবার হিমালয়ের দিকে ধাবিত হচ্ছে। এর প্রভাবেই হবে সমস্ত উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত।

সেইসঙ্গে, বঙ্গোপসাগরে উৎপন্ন দখিনা বায়ু দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করবার জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে উত্তর-পূর্বের রাজ্য গুলিতে। যার প্রভাবে আগামী তিন-চারদিন ধরে ব্যাপক পরিমাণে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম