জ্যোতিষী মহলে দুঃখের খবর, রবিবার সকালে নিজের বাড়িতে আগুন লাগার কারনে মৃত্যু হয় জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রীর।জানা গিয়েছে,জ্যোতিষীর কেষ্ঠপুরের বাড়িতে রবিবার সকালে আগুন লাগে, আর সেই আগুনেই প্রান হারান জ্যোতিষী।
স্থানীয় সূত্রে খবর,এইদিন সকালে জ্যোতিষীর বাড়ি থেকে ধোয়া বেরহতে দেখে দমকলে খবর দেয় স্থানীয়রা, এর পরেই দমকল পৌছে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনে। এর পরেই ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীকে বের করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানান হয়,জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী অতিরিক্ত ধোঁয়ার কারনে দমবন্ধ হয়ে মারা জান।এইদিন দমকল কর্মীদের অনেক চেষ্টায় ২ ঘন্টা সময় পর সেই আগুন নেভাতে সক্ষম হয় তারা। তবে কি কারনে সেই আগুন লাগে সেই বিষয়ে এখনো কিছু জানা যায় নি, দমকল কর্মীরা বিষয়টি খতিয়ে দেখছেন বলে খবর।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।