কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রায়ডাক নদী থেকে আজ এক মহিলার মৃত দেহ উদ্ধারকে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা যায়।ঘটনাটি ঘটে, তুফানগঞ্জ এর ১নং ব্লকের ধলপল ১নং অঞ্চলের রায়ডাক নদীতে।ঘটনাটি সামনে আসতেই এইদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে, স্থানীয়রা পুলিশকে খবর দিলে তুফানগঞ্জ থানার পুলিশ সেখানে এসে মৃত দেহটিকে উদ্ধার করে এবং দেহটিকে থানায় নিয়ে যায়। ঘটনায় পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে।
মৃতা মহিলার ভাই জানায়,” দিদি র্দীঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল এবং তার চিকিৎসাও চলছিল। বিয়ের পর একাধিক বার শশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসতো সে। এর পরেই সেদিন বাড়ি এসে পরে পিসির বাড়ি যাবার পথে অথাৎ আমার দেখা হয় আমি যেতে বারণও করি কিন্তু আমার কথা শোনেনা। এর পরেই পিসির বাড়ি থেকে বের হবার পর থেকেই দিদির খোঁজ মেলে নি “।
আরও পড়ুনঃ মালদা জেলায় লকডাউন কার্যকারী করতে রাস্তায় মালদা পুলিশ!
এর পরেই নিখোঁজ হবার ১ঘন্টা পরে সেই মহিলার মৃত দেহ রায়ডাক নদীতে ভাসতে দেখে সেখানকার স্থানীয়রা মহিলার পরিবারকে জানায়।এর পরেই পরিবারের লোকেরা তাদের মেয়ের মৃত দেহ দেখে ভেঙে পরেন। পরে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কোচবিহার সরকারি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে বলে খবর পাওয়া যায়। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে সাথেই পুলিশ তদন্তে নেমেছে।