Home ভাইরাল খবর মারা গেলেন সন্তান সমান পোষ্য, আবেগী পোষ্ট মিমির

মারা গেলেন সন্তান সমান পোষ্য, আবেগী পোষ্ট মিমির

অভিনেত্রী মিমি চক্রবর্তী কে ছেরে চলে গেলেন তার প্রিয় পোষ্য চিকু

টলিউড হোক বা বলিউড প্রায় সকল অভিনেতা , অভিনেত্রীর কাছেই রয়েছে তাদের পছন্দের একটি পোষ্য । কারো কাছে কুকুর আর কারো কাছে বা বেড়াল । পশুদের সাথে থাকতে থাকতে তারা কখন যে আমাদের পরিবারের একজন হয়ে ওঠে তা আমরা বুঝতেই পরি না । তাদের দুঃখ কষ্টে আমরাও প্রভাবিত হয়ে পরি । বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী । যদিও বর্তমানে তিনি তৃণমূল সাংসদ হিসেবে বেশি পরিচিত । অভিনেত্রীর বাড়িতেও তার সাথে রয়েছে তার প্রিয় পোষ্য । তাকে ভালোবেসে অভিনেত্রী চিকু নামেই ডাকে ।

 

 

 

গত ফেব্রুয়ারি মাসে চিকুর কান্সার ধরা পড়ে । এবং এর মধ্যেই চিকু অভিনেত্রীকে ছেরে সারা জীবনের মতো চলে গেলো । ক্যানসারের কথা জানার সাথে সাথেই অভিনেত্রী তার চিকু র একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন । এরপর পোস্টটির মাধ্যমে অনুরাগীদের কাছে চেন্নাইয়ের ডাক্তারের খোজ পেলে তিনি সেখানে নিয়ে যায় চিকুকে । সেখান থেকে তামিলনাড়ুর মেটার্নিটি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি তে ডক্টর এস বালা সুব্রক্ষান্নম চীকুর চিকিৎসা করেন ।

 

 

 

চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে তাকে নিয়ে অভিনেত্রী কলকাতায় ফিরে আসেন । সেই জন্য অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছিলেন মিমি । কিন্তু চিকু র এই হঠাৎ মৃত্যুতে অভিনেত্রী একেবারে ভেঙে পড়েছেন । চিকু কে অভিনেত্রী তার নিজের সন্তানের মতই ভালোবেসেছিলেন । আর সেই ভালোবাসা থেকেই চিকু র ছবি পোস্ট করে তার আত্মার শান্তি কামনা করেছেন তিনি । চিকু র মৃত্যুতে অভিনেত্রীর সাথে সাথে তার অনুরাগীরা খুবই দুঃখ প্রকাশ করেছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম