fbpx
Friday, July 30, 2021
Homeভাইরাল খবরনিজের পুত্রবধূকে পালিয়ে বিয়ে করলেন শ্বশুর, নিন্দার ঝড় এলাকাজুড়ে

নিজের পুত্রবধূকে পালিয়ে বিয়ে করলেন শ্বশুর, নিন্দার ঝড় এলাকাজুড়ে

কথায় বলে প্রেম কোনো সম্পর্ক মানে না। কোনো সম্পর্ক এর বাঁধন দিয়ে কারও মনের প্রেমকে আটকানো যায় না। পরকীয়া সম্পর্কের কথা বর্তমানে প্রায় শোনা যায়। কখনো কখনো দেখা যায় এমন কিছু সম্পর্ক পরকীয়া সম্পর্কে পরিণত হয় যেগুলো সমাজের কাছে ভীষণ লজ্জাজনক। সম্প্রীতি এই রকমের এক পরকীয়া ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

২৪ অগাস্ট পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলার তোরেয়া ইউনিয়ন এর ছোপরাঝাড় গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনাটিতে দেখা যাচ্ছে শশুর ও বৌমার পরকীয়া সম্পর্ক। বলা হয় শশুর পিতার সমান আর বৌমা তার কন্যা সমান। কিন্তু এবার শোনা যাচ্ছে শশুর ও বৌমার পরকীয়া সম্পর্ক। ছেলে বেলাল হোসেন পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে হয়। তারপর বেলাল হোসেন বিয়ের পর বৌকে বাড়িতে রেখেই কাজের সূত্রে বাইরে চলে যায়। তারপর থেকেই শুরু হয় শশুর বৌমার সম্পর্ক। জানা যায় , শশুর এর সাথে বৌমা তার ঘরে বসে বসে গল্প আর হাসাহাসি করতো কিন্তু ছেলে বাড়ি এলে নাকি বৌমা খারাপ ব্যবহার করতো। তাতেই শাশুড়ির সন্দেহ হয় ব্যাপারটাতে। শশুরকে জিজ্ঞাসা করলে শশুর বলে বৌমা তার মেয়ের মতো। তারপর বৌমা তার ভাদর কাটানির উৎসব এর জন্য বাবার বাড়ি যায় আর সেখান থেকে বৌমা যায় তার খালার বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্য বের হয়। আর তারপর ঘটে ঘটনাটি।

বৌমা ও শশুর আগে থেকে পরিকল্পনা করে সেখান থেকে পালিয়ে যায় ঢাকায় চলে যায়। ঢাকায় গিয়ে শশুর ও বৌমা বিয়ে করে সংসার শুরু করেন। সেই কথা তারা ফোন করে বাড়িতে জানায়। এই ঘটনার জানাজানি হতেই নিন্দার ঝড় ওঠে। এই ধরণের ঘটনা সমাজের জন্য লজ্জাজনক। বাবা মেয়ের সম্পর্ক স্থাপনের পরিবর্তে পরকীয়া সম্পর্কের কথা শুনে সকলেই নানা ভাষায় নিন্দা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম