fbpx
Saturday, July 24, 2021
Homeঅফবিটবাড়ি ২৭ তলা থাকেন ৫ সদস্যের এক পরিবার!

বাড়ি ২৭ তলা থাকেন ৫ সদস্যের এক পরিবার!

বাড়ি ২৭ তলা থাকেন ৫ সদস্যের এক পরিবার!

ভারতের মুকেশ আম্বানি , সমগ্র এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত । বিস্তৃত অঞ্চল জুড়ে একটি সুবিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এর একটি টিমের ও মালিক তিনি । এসব তো রয়েইছে , এর পাশাপাশি যখন তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের পদে নিযুক্ত হলেন তখনই তিনি অর্জন করেন ভারতের শীর্ষ ধনীর শিরোপা । মুম্বাইতে রয়েছে এই মুকেশ আম্বানির বাড়ি । ২৭ তোলা বিশিষ্ট আই বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে ৬০০ জন কর্মী নিযুক্ত আছেন । ভারতের এই ধনী ব্যাক্তির বাড়ির অন্দরমহলের সজ্জাও চোখ ধাঁধানো ।

 

 

 

বাড়িটির নাম আন্টিলা । দক্ষিণ মুম্বাইয়ের আল্টামাউন্ট রোড ছার লক্ষ ফিটের ওপর এই বাড়ি দাড়িয়ে আছে । ২৭ তোলা বাড়িটিতে রয়েছে ৬০ টি ফ্লোর । ১৬০ টির মতো গাড়ি রাখার জন্য রয়েছে ৬ টি তলা , সাথে সপ্তম তলায় আছে সার্ভিসিং সেন্টার । ছাদে ৩ টি হেলিপ্যাড সহ রয়েছে ৯ টি সুপার ফাস্ট এলিভেটর । দুটি তোলা যুরে রয়েছে রিক্রিয়েশন সেন্টার । এর সাথে জিম থেকে শুরু করে স্পা , জাকুজি , সুইমিং পুল , যোগা , ড্যান্স স্টুডিও , একটি সুবিশাল মন্দির , এক্সক্লুসিভ সুইট , আইস্ক্রিম পার্লার , স্নো রুম , বল রুম ও ৫০ টি সিটের একটি সিনেমা হল ।

 

এছাড়া চতুর্থ তলে একটি বাগান ও রয়েছে । বাড়িটির প্রতিটি ফ্লোর ভিন্ন ভিন্ন । একটির সাথে অপরটি কোনো মিল নেই । এই সুন্দর , আকর্ষণীয় ও বিলাসবহুল বাড়িটির মালিক মুকেশ আম্বানি একা , যেখানে তিনি তার পরিবারের ৫ জন সদস্যকে নিয়ে বসবাস করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম