Home রাজ্য করোনার কারণে শেষ তিন দফা ভোট একদিনে হতে পারে

করোনার কারণে শেষ তিন দফা ভোট একদিনে হতে পারে

রাজ্যে জুড়ে চলছে ভোট গ্রহণের পালা। রাজ্যে জুড়ে চলছে দফায় দফায় ভোট গ্রহণ। নির্দিষ্ট তারিখ নির্বাচন করে দফায় দফায় চলছে ভোট। ইতিমধ্যেই কয়েকটি দফায় ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। তবে করোনা ভাইরাস এর প্রকোপ আবার তীব্র ভাবে দেখা দেওয়ায় সম্ভবত রাজ্যের ষষ্ঠ দফা ( ২২ এপ্রিল ৪০ আসন ) , সপ্তম দফা ( ২৬ এপ্রিল ৩৬ আসন ) ,অষ্টম দফা( ২৯ এপ্রিল ৩৫ আসন) ভোট একদিনে করার প্রস্তাব নিতে চলেছেন নির্বাচন কমিশন। কমিশন অনুঠানিক ভাবে এই এই বার্তা দেন নি।

 

 

সূত্রে খবর , কমিশন এর তরফে এই প্রস্তাব দেওয়া হবে , হাইকোর্ট এর নির্দেশে আগামী ১৬ এপ্রিল যে সর্ব দলীয় বৈঠক ডেকেছে সেই বৈঠকে এই প্রস্তাব দেওয়া হবে। সব রাজনৈতিক দল যদি এই প্রস্তাব গ্রহণ করে এই সিদ্ধান্ত সমর্থন করে তাহলে এই প্রস্তাব গ্রহণ করে রাজ্যে শেষ ৩ দফা ভোট একদিনে ২৪ এপ্রিল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই প্রস্তাব গৃহীত হয় তাহলে রাজ্যের ভোট দফা কমে যেতে পারে। তবে শেষ ৩ দফায় আসন মিলে ১১৪ আসনের ভোট একই দিনে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম