মালদা, নিজস্ব প্রতিনিধি:-এইদিন মালদা জেলায় দুষ্কৃতীদের গুলিতে জখম হন এক ব্যক্তি, জানা গিয়েছে, এইদিন কিছু মহিলাদের নিয়ে কটূক্তি করে কিছু দুষ্কৃতীরা এর পরেই একজন ব্যক্তি প্রতিবাদ জানাতে আসলেই সেই ব্যক্তিকে লক্ষ করে গুলি করে দুষ্কৃতীরা, জানাগিয়েছে ব্যক্তির হাঁটুতে লাগে সেই গুলিটা, ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানা এলাকায়। এর পরেই খবর পেয়ে ছুটে আসে বামনগোলা ও গাজোল থানার পুলিশ।
সেখানে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীরা গুলি করেই বামনগোলা থানার দিকে রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছে।পুলিশ সূত্রে খবর,গুলিবিদ্ধ যুবকের নাম রঞ্জিত বৈদ্য যার বয়স ৪৬ বছর, রঞ্জিত বাবু গাজোল ব্লকের,২নং গ্রামপঞ্চায়েতের শালুকা ডোবায় তার বাড়ি।
জানা গিয়েছে,এইদিন দুপুরে গাজোল-পাকুয়া রাজ্য সড়কের ব্রিজের কাছে কিছুমহিলা মিলে পাট ছড়ানোর কাজ করছিলো, সেই সময়ে বাইকে চেপে ৩জন সেখানে উপস্থিত হয় এবং মহিলাদের নিয়ে খারাপ মন্তব্যের সাথেই মহিলাদের কটূক্তি করে বলে জানা যায়, সেই সময়তেই রঞ্জিত বাবু ঘটনাটি দেখতে পান মহিলাদের উত্ত্যক্ত করতে দেখে তিনি প্রতিবাদ জানান। এর পরেই রঞ্জিত বাবুর সাথে সেই অজানা ব্যক্তিদের মধ্যে বচসা বেঁধে গেলেই, এর পরেই অভিযুক্তরা পকেট থেকে রিভালভার বের করে রঞ্জিত বাবুর ওপর তাক করে গুলি চালায় গুলি গিয়ে রঞ্জিত বাবুর হাঁটুতে লাগে। এর পরেই স্থানীয়রা সেখানে এসে রঞ্জিত বাবুকে নিয়ে মালদা মেডিক্যালে নিয়ে যায়। ঘটনায় পুলিশ দোষীদের তল্লাশি চালাচ্ছে।