দৈনিক খবর, কোচবিহার:- করোনা পরিস্থিতিতে গোটা বিশ্ব নাজেহাল , ভারতেও দিনদিন বাড়ছে সংক্রমণের সংখ্যা ঠিক এই সময় এই প্রকাশিত হলো পশ্চিম বঙ্গের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাধ্যমিকের রেজাল্ট। প্রতি বছরের মতো এবারও রেজাল্টে র মান যথেস্ট ভালো। এই বার ও জেলায় তিন কৃতি ছাত্র ছাত্রী শীর্ষের তালিকায় আছে।
এই তিন জন ছাত্র ছাত্রী হলো করন দত্ত, রিতম বর্মন, সম্প্রীতি রায়। করন দত্ত মনিন্দ্রানাথ হাই স্কুলের ছাত্র এবং রিতম বর্মন দিনহাটার গোপালনগর এম এস এস হাই স্কুল এর ছাত্র, এরা দুজনেই রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে। ওপর দিকে সম্প্রীতি ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ের ছাত্রী তিনি দশম স্থান অধিকার করেছেন।
বৃহস্পতিবার কোচবিহার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে র আয়োজন করা হয়েছিল , উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ডঃ সন্তোষ নিম্বালকর, ডি এস পি হেডকোয়ার্টা সমীর পাল, ডি এস পি ক্রাইম তাপস মল্লিক, আই সি দিনহাটা সঞ্জয় দত্ত এবং অন্যান্য রা।
পুলিশ প্রশাসন জানিয়েছেন তাদের সংবর্ধনা জানানো হয়েছে তাদের আশানুরূপ কৃতির জন্য। তারা ভবিষ্যতে যাতে আরো এগিয়ে যায় তার শুভ কামনাও জানিয়েছেন।