নির্বাচনের প্রচারে বেরিয়ে গুরুতর চোট পেলেন তৃণমূল সাংসদ তথা বাংলা সিনেমা জগতের অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুক্রবার হুগলির পুরশুড়ায় সেখানকার তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে এদিন নির্বাচনী প্রচারে যোগ দেন মিমি।একুশের বিধানসভা ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি আর সেই জন্যেই প্রচারে খামতি রাখছেনা লাল, গেরুয়া, সবুজ শিবির। তবে এবার প্রচারে গিয়েই ঘটল এক বিপত্তি।
খবর অনুযায়ী প্রথমে হেলিকপ্টারে করে পুরশুড়ার চিলাডিঙি এলাকায় পৌঁছনো সাংসদ মিমি আর এরপর সেখান থেকে নিজের ভিআইপি গাড়িতে ওঠেন অভিনেত্রী। পরে সেখান থেকে প্রচারের গাড়িতে ওঠেন তিনি। সেই গাড়িতেই ঘটে অঘটন। গাড়ির মধ্যে থাকা সাউন্ড বক্স উলটে পড়ে মিমির পায়ে।এর ফলে পায়ে জোরে আঘাত পান তিনি।সাথে সাথে দলীয় কর্মীরা তড়িঘড়ি গাড়ি থেকে নেমে তাঁর পায়ে বরফ দেন ।ব্যাথা কিছুটা কমার পর প্রচারের গাড়ি থেকে নেমে ফের নিজের ভিআইপি গাড়িতে ওঠেন মিমি। ভিআইপি গাড়ি করেই আবারও প্রচার শুরু করেন।