fbpx
Saturday, July 24, 2021
Homeভাইরাল খবরআমি এতো সুন্দর কি করবো প্রশ্ন দেবলীনার

আমি এতো সুন্দর কি করবো প্রশ্ন দেবলীনার

সৌন্দর্য প্রকৃতির অংশ । আমরা সকলেই সৌন্দর্যকে পছন্দ করি । যেমন নায়ক , নায়িকাদের সৌন্দর্যকে ভালবেসে আমরা তাদের ওপর ক্রাশ খেয়ে থাকি। তারকারা সকলেই এক সে বারকর এক , কাকে ছেড়ে কার কথা বলবো । টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ঠাকুর । তাকে বাদ দিয়ে সুন্দরী তারকাদের তালিকা অসম্পূর্ণ বললে ভুল হবে না । তিনি শুধু রূপবতী নন এছাড়াও খুব সুন্দর নাচ করতে পারেন ।

 

 

এত সুন্দরী হওয়ার সত্বেও তাকে এ কি কথা শুনতে হলো ! তারকারা প্রায়ই বিভিন্ন ভিডিও বানিয়ে থাকেন । কাজের মাঝে অবসর পেলেও ক্যামেরা যেন তাদের পিছু ছাড়ে না । সম্প্রতি দেবলীনা ঠাকুরও একটি ভিডিও বানিয়েছিলেন । অপরুন সুন্দর দেখাচ্ছিল তাকে ভিডিওটিতে ।

 

ব্যাকগ্রাউন্ডে গান চলছিল ‘ আমি এত সুন্দর আমি কি করবো ? ‘ আর সেই গানেরই প্রতিক্রিয়ায় তাকে শুনতে হলো ‘ তুই চুল্লু ভরা জলে ডুবে মর ‘ । ঘটনাটি যেমন মজাদার ঠিক তেমনই অদ্ভুদ । সুন্দরী দেবলীনার ভিডিওতে এই রকমের প্রতিক্রিয়া এই প্রথমবার । এইজন্যই তো সোশ্যাল মিডিয়া ভাইরাল হতে গেছে এই মজাদার প্রতিক্রিয়া ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম