Home বিনোদন এখনও আগুন জ্বালাচ্ছেন টলিউড অভিনেত্রী

এখনও আগুন জ্বালাচ্ছেন টলিউড অভিনেত্রী

ঋতুপর্ণা সেনগুপ্ত , নামটি আমাদের কাছে অপরিচিত নয় । নব্বইয়ের দশক থেকেই নামটির সাথে আমরা ওতপ্রোত ভাবে জড়িত । বিনোদন মানেই ঋতুপর্ণা সেনগুপ্ত । শ্বেত পাথর থেকে বেলা শেষে পর্যন্ত তার পথ চলার সাক্ষী আমরা । তার অভিনয় বহুদিন ধরেই দর্শকদের ভালোবাসা অর্জন করে চলেছে । টলিউডের এভারগ্রীন তারকাদের তালিকা ঋতুপর্ণা সেনগুপ্ত কে ছাড়া সম্পূর্ন হতে পারে না । দীর্ঘদিন রুপোলি পর্দার থেকে দূরে থাকলেও অভিনয়ের প্রতি তার ভালোবাসা কোনোদিনও কমেনি । তাই তো দীর্ঘ ১০ মাস পর অভিনেত্রী আবারও বিনোদন মহলে পা রাখবেন ।

 

সানি রায় পরিচালিত হিন্দি সিনেমা ‘ সল্ট ‘ এর প্রথম ছবিতে আমরা ঋতুপর্ণা সেনগুপ্ত কে চন্দন রায় সান্যালের সাথে দেখতে পারবো । ছবির শুটিং ইতিমধ্যে শুরু হলে গেছে । সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইনস্টাগ্রাম এ ভক্তদের মন রাখতে সকল তারকাদের মতো ঋতুপর্ণা সেনগুপ্ত ও বেশ একটিভ । ভক্তদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা তিনি সবসময় ই করে থাকেন । সম্প্রতি ইনস্টাগ্রামের একটি ছবিতে অভিনেত্রীকে কালো রঙের একটি টপে দেখা গেছে ।

 

টপটি ছিল উলের কাজ করা । আর তার সাজ বলতে খোলা চুল ও সামান্য মেকআপ । অভিনেত্রীর এই সাজে মন্ত্রমুগ্ধ তার ভক্তরা । সব সাজেই অভিনেত্রীর রূপের প্রশংসা য় পঞ্চমুখ ভক্তরা । লক ডাউনের পর নতুন করে কাজ শুরু করে খুব ই আনন্দিত তিনি । শুধু তিনি কেনো সাধারণ জনতা ও তার নতুন ছবির জন্য অত্যন্ত উৎসুক । সেরার সেরা পুরস্কারে সম্মানিত ঋতুপর্ণার নজরকাড়া অভিন়য় আজীবন বাঙালির মনে জায়গা করে থাকবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম