fbpx
Friday, July 30, 2021
Homeআন্তর্জাতিকসম্পর্ক ভেঙেছেন প্রেমিকা, পরোয়া না করে নিজেকেই বিয়ে করলেন যুবক !

সম্পর্ক ভেঙেছেন প্রেমিকা, পরোয়া না করে নিজেকেই বিয়ে করলেন যুবক !

শুভজিৎ দত্তগুপ্ত :গত বছরের নভেম্বরে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। চলতি বছরের অক্টোবের বিয়ে হওয়ার কথাও ছিল। দুই পরিবারে বিয়ে নিয়ে প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই কিছু বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়ায় হবু বর-কনে বিচ্ছেদের হয়। হবু কনে স্পষ্ট জানিয়ে দেন, এই বিয়ে তিনি করবেন না। এই পরিস্থিতিতে নির্ধারিত বিয়ের দিন কনে ছাড়াই বিয়ে করেন ওই বর,তবে সেটা নিজেকেই।

অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। নিজেকে বিয়ে করা ওই ব্যক্তি হলেন দিয়েগো রাবেলো। গত বছর নভেম্বর মাসে প্রেমিকা ভিটোর বু্য়েনোর সঙ্গে বাগদান হয় তার। চলতি বছরের অক্টোবরে বিয়ের পরিকল্পনাও ছিল তাদের। কিন্তু জুলাই মাসে ঝগড়ার কারণে ভিটো বিয়ে বাতিল করে দেন। তখন নির্ধারিত দিন নিজেকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন ৩৩ বছরের রাবেলো।

বিয়ে উপলক্ষে গত ১৭ অক্টোবর ব্রাজিলের বাহিয়া রাজ্যের ইটাকেয়ার রিসোর্ট ভাড়া করেন। করোনা মহামারির কারণে অস্বাভাবিক এ বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৪০ জন।

নিজেকে বিয়ে করে উচ্ছ্বসিত দিয়েগো রাবেলো বলেন, এটি আমার জীবনের সবচেয়ে খুশির দিন। যাদের আমি জীবনে সবচেয়ে বেশি ভালবাসি তারা আমার সঙ্গে র‌য়েছেন। আমি এমন একটি ব্যাপার উদযাপন করছি যা কিনা পরবর্তীতে দুঃখের হতে পারতো।কিন্তু সেটাকে আমি মজার দিন বানিয়েছি।

এরই মধ্যে রাবেলো তার বিয়ের দিন উদযাপনের ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন। তার এ উদ্যোগকে নেটিজেনদের অনেকেই প্রশংসার চোখে দেখেছেন।আরেকটি পোস্টে রাবেলো তার প্রাক্তন বাগদত্তাকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তার উদ্দেশে লিখেছেন, আমি তোমাকে শ্রদ্ধা করি। আমি তোমাকে মুক্ত করতে চাই যাতে তোমার যেখানে খুশী সেখানে যেতে পারো। যেখানে ভালো লাগে সেখানেই তুমি থেকো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম